প্রলয় কুমার সূত্রধরের বাড়ি পতিরাম সাহা পাড়ায়। তাঁর পড়াশোনা পতিরাম উচ্চ বিদ্যালয় এবং পতিরাম জামিনী মজুমদার মেমোরিয়াল মহাবিদ্যালয়ে। এরপর স্নাতকস্তরে পড়বার জন্য তিনি যান বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে গবেষণা করছেন এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকেই মিলেছে পর্তুগালের লিসবনে পরিবেশ গবেষণা পত্র পাঠের সুযোগ। এই সম্মেলনের আয়োজন করেছে নোভা ইউনিভার্সিটি অব লিসবনের স্কুল অব সোস্যাল সায়েন্সেস এণ্ড হিউম্যানিটিজ।এ বিষয়ে গবেষক প্রলয় কুমার সূত্রধর জানান, “এই গবেষণার মাধ্যমে তিনি উত্তর ও দক্ষিণ গোলার্ধের মাঝে পরিবেশ ভাবনার পার্থক্য, রাজনৈতিক চাপ এবং সাংস্কৃতিক প্রতিধ্বনির মধ্যকার সম্পর্ককে অন্বেষণ করবেন।”
advertisement
এই গবেষণার মূল ক্ষেত্র হল এনার্জি হিউম্যানিটিজ। যা এনভায়রনমেন্টাল হিউম্যানিটিজ র একটি নবীন অথচ ক্রমবর্ধমান শাখা। এই গবেষণায় অনুসন্ধান করা হয়েছে সাহিত্য, চলচ্চিত্র, ও অন্যান্য সাংস্কৃতিক পাঠ্য ভারতের শক্তি নীতিকে শুধু ভাষ্যরূপেই উপস্থাপন করে না, বরং নৈতিক ও নীতিগত দিক থেকে তা মূল্যায়নের একটি কৌশলগত পদ্ধতি হিসেবেও কাজ করতে পারে। পরিবেশ সংরক্ষণের ধারণাকে জনপ্রিয় করতে পরিবেশের কাজকে উৎসাহ প্রদান করতে এই উদ্যোগ। এতে অন্যান্যরাও পরিবেশ গবেষণায় আগ্রহী হবে বলে আশাবাদী প্রলয়বাবু।