TRENDING:

Sikkim Snowfall|| সিকিমে তুষারপাতে আটকে পর্যটকরা, উদ্ধারে নামল সেনা, এখন কী পরিস্থিতি?

Last Updated:

Sikkim Snowfall: পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে গিয়ে ভোগান্তি হল পর্যটকদের। সিকিমের ছাঙ্গু লেক নথুলা সহ বহু জায়গায় তুষারপাত উপভোগ করতে গিয়ে আটকে পড়েন ৩৭০ জন পর্যটক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিকিম: পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে গিয়ে ভোগান্তি হল পর্যটকদের। সিকিমের ছাঙ্গু লেক নথুলা-সহ বহু জায়গায় তুষারপাত উপভোগ করতে গিয়ে আটকে পড়েন ৩৭০ জন পর্যটক। পরিস্থিতি সামলাতে স্থানীয় প্রশাসন, সেনা ও পুলিশকে নিয়ে তৈরি হয়ে ত্রিশক্তি বাহিনী। অপারেশন 'হিমরাহত'-এর মাধ্যমে নাথুলা এবং ছাঙ্গু লেকের কাছ থেকে উদ্ধার উদ্ধার করা হয়েছে ৩৭০ জন যাত্রীকে।
advertisement

জানা গিয়েছে, শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত নাথুলা এবং ছাংগু লেকে ভারী তুষারপাত হয়। রাস্তায় তুষারের স্তূপ জমে যাওয়ায় থমকে যায় প্রায় একশো গাড়ির চাকা। যার জন্য আটকে পড়েন প্রচুর পর্যটক। ওই রাতেই স্থানীয় পুলিশ-প্রশাসনের সঙ্গে পর্যটকদের উদ্ধারকাজে হাত লাগান ত্রিশক্তি কোরের সেনা জওয়ানরা। ৩৬০ জন পর্যটককে উদ্ধার করা হয়। তার মধ্যে ৫০ জন শিশুও রয়েছে।

advertisement

আরও পড়ুনঃ বুধবার থেকে দুর্যোগের শুরু, সপ্তাহের শুরুতেই আবহাওয়ার বড় পরিবর্তন, জানুন পূর্বাভাস

জানা গিয়েছে, রাতে সেনাবাহিনীর তরফে পর্যটকদের জন্য গরম খাবারের পাশাপাশি প্রয়োজন অনুসারে ওষুধ দেওয়া হয়। ফলে পর্যটকদের তেমন সমস্যায় পড়তে হয়নি। রবিবার সকাল হতে জওয়ানরা রাস্তার ওপর জমে থাকা বরফ সরাতে হাত লাগান। সকাল ৯টা নাগাদ রাস্তা পরিস্কার হওয়ার পর শুরু হয় যান চলাচল। হাসিমুখে গ্যাংটকের পথ ধরেন পর্যটকরা।

advertisement

View More

সিকিমের প্রবল তুষারপাত শুরু হওয়ায় ওই পর্যটকরা আটকে পড়েছিলেন রবিবার যেই পর্যটকদের সেনা উদ্ধার করেছে। তাদের সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি সেনার তরফে খাদ্য, ওষুধ ও গরম পোশাক দেওয়া হয়েছে। সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, সিকিমের আবহাওয়া খারাপ হতে শুরু করে শনিবার বিকেল থেকে। তুষারপাতের ফলে পূর্ব সিকিমে বহু পর্যটক আটকে পড়েন। সেই রাত থেকেই উদ্ধার কাজ শুরু করে দেয় ভারতীয় সেনা। সেনাবাহিনীর একটি প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, আটকে পড়া সমস্ত পর্যটককেই উদ্ধার করা হয়েছে আবহাওয়ার পরিস্থিতি খারাপ হওয়ায় সিকিম প্রশাসন কয়েক দিনের জন্য পর্যটকদের পাস দেওয়া বন্ধ করে দিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sikkim Snowfall|| সিকিমে তুষারপাতে আটকে পর্যটকরা, উদ্ধারে নামল সেনা, এখন কী পরিস্থিতি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল