শিলিগুড়ির রবীন্দ্রনগরে জন্ম নিয়েছে নয়া এই সংগঠন। কেন এই সংগঠনের ভাবনা? চলতি মাসের ৪ তারিখ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম মাতিয়ে গিয়েছেন অরিজিৎ সিং। টানা চার ঘণ্টার কনসার্টে মুগ্ধ সকলে। তারপর যেমন ভাবনা, আজ তারই বহিঃপ্রকাশ। তবে এটা কোনও স্বেচ্ছাসেবী সংগঠন নয়। অরিজিতের সমাজের জন্যে যে ভাবনা, সেই পথেই হাঁটতে চায় 'সোল অফ মিউজিক-দ্য অরিজিৎ সিং' ফ্যান ক্লাবের সদস্যারা, জানিয়েছেন সংগঠনের সদস্যা কেয়া চক্রবর্তী।
advertisement
আরও পড়ুনঃ আপনার বাড়িতে কি বিএসএনএল ল্যান্ড ফোন আছে? ভবিষ্যতে কী হতে চলেছে? চিন্তায় গ্রাহকরা
কেয়া জানান, প্রথম দফায় ৪০ জনকে সঙ্গে নিয়ে পথ চলা শুরু হল। বর্ষায় অসহায়দের হাতে ছাতা তুলে দেওয়া হবে। দরিদ্র পরিবারের সন্তানদের পাঠ্যবই, খাতা তুলে দেব। এ ভাবেই এগিয়ে চলবে অরিজিতের ভক্তরা। কারণ হিসেবে কেয়া বলেন, শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে কনসার্ট শেষে অরিজিৎ ঘোষণা করেন, আগামী দিনে হাসপাতাল তৈরি করবেন। খেলার মাঠ তৈরি করবেন। স্বল্প খরচায় ইংরেজি মাধ্যম স্কুলও হবে।
প্রিয় গায়কের এ হেন ভাবনায় উৎসাহিত তাঁর ফ্যানেরা। আজ দিনভর সোশ্যাল মিডিয়ায় অরিজিতের জন্যে শুভেচ্ছা বার্তায় ভাসিয়ে দেন তাঁর অনুগামীরা। কিন্তু শিলিগুড়ির কেয়া, গার্গী, চিত্রলেখা, অনিন্দিতা, রিম্পারা নয়া দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা বলাই যায়। শিলিগুড়িতে কিশোর কুমার ফ্যান ক্লাব, কুমার শানু ফ্যান ক্লাব, সৌরভ গঙ্গোপাধ্যায় ফ্যান ক্লাব, আর্জেন্টিনা ফ্যান ক্লাব, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ফ্যান ক্লাবও আছে। এ বারে আরও এক সঙ্গীত শিল্পীর ফ্যান ক্লাব সেই তালিকায় যুক্ত হল।
পার্থপ্রতিম সরকার