TRENDING:

Jalpaiguri News: প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে বাংলার মুখ উজ্জ্বল করবে জলপাইগুড়ির অঙ্গীরা

Last Updated:

জলপাইগুড়ি প্রসন্ন দেব মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রী অঙ্গীরা ঠাকুর। কলেজের মধ্যে এনএসএস প্যারেডে প্রথম হয়ে প্রথমে জেলা এবং পরবর্তীতে রাজ্যে সুযোগ পায় সে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: প্রান্তিক জেলা থেকে সোজা পাড়ি রাজধানীর রাজপথে। স্বপ্নপূরণ জলপাইগুড়ির মেয়ের। অঙ্গীরা ছোট থেকেই স্বপ্ন দেখত দেশের সেনাবাহিনীতে কাজ করার। সেইমতো পড়াশোনার পাশাপাশি এনসিসি এবং কলেজে উঠে এনএসএস-এ যোগ দেয় জলপাইগুড়ি শহরের আদর পাড়ার এই কৃতী কন্যা। এবার সেই এনএসএস-এর হাত ধরেই দিল্লির রাজপথে প্রজতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিতে চলেছে বছর উনিশের এই তরুণী।
advertisement

আরও পড়ুন: শীতের মিঠে রোদে জমজমাটি ক্রিকেটের আসর তমলুকে

স্বভাবতই অঙ্গীরার এমন সাফল্যে খুশি পরিবার পরিজন থেকে শুরু করে জেলাবাসী। জলপাইগুড়ি প্রসন্ন দেব মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রী অঙ্গীরা ঠাকুর। কলেজের মধ্যে এনএসএস প্যারেডে প্রথম হয়ে প্রথমে জেলা এবং পরবর্তীতে রাজ্যে সুযোগ পায় সে। পরবর্তীতে রাজ্যের অন্যান্য প্রতিযোগীদের পেছনে ফেলে ভুবনেশ্বরে অন্তঃদেশীয় প্যারেডে সকলের নজর কাড়ে অঙ্গীরা। সেখানেই তাকে জানানো হয় যে, ২০২৪ প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে এনএসএসের হয়ে প্রতিনিধিত্ব করবে জল শহরের এই ওয়ান্ডার গার্ল।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই সুযোগে স্বাভাবিকভাবেই অত্যন্ত খুশি অঙ্গীরা। তিনি বলেন, দেশের প্রধানদের সামনে প্যারেড করতে পারা আমার সৌভাগ্য। এনএসএসের তরফে পশ্চিমবঙ্গ থেকে ৮ জনকে বাছাই করা হয়েছে দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের মহা অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। তারমধ্যে নাম রয়েছে অঙ্গীরার। বাছাই পর্ব হয়েছিল ওড়িশার ভুবেনশ্বরে ন্যাশনাল ক্যাম্পের মাধ্যমে। প্রজাতন্ত্র দিবসের এই হাই প্রোফাইল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি সকলেই। তাই এই মুহুর্তে খুশির আমেজ ঠাকুর পরিবারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যাত্রী সাথী অ‍্যাপের মাধ্যমেই বুক করা যাবে অ‍্যাম্বুলেন্স! নয়া পরিষেবা চালু দুর্গাপুরে
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে বাংলার মুখ উজ্জ্বল করবে জলপাইগুড়ির অঙ্গীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল