TRENDING:

Mamata Banerjee Anant Maharaj meeting: মমতার সঙ্গে হঠাৎ বৈঠক, তৃণমূলে যোগ দিচ্ছেন? জবাব দিলেন অনন্ত মহারাজ

Last Updated:

সাংসদ করলেও অনন্ত মহারাজের দাবি মতো গ্রেটার কোচবিহারকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার প্রস্তাব খারিজ করে দিয়েছে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শুভঙ্কর রায়, কোচবিহার: তিনি বিজেপির রাজ্যসভার সাংসদ৷ তবে লোকসভা নির্বাচনের আগে থেকেই বিজেপি নেতৃত্বের সঙ্গে দূরত্ব বাড়ছিল অনন্ত মহারাজের৷ শেষ পর্যন্ত এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনন্ত মহারাজের বৈঠকের পর বিজেপি সাংসদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে৷ মমতা এবং অনন্ত মহারাজের বৈঠকের পর উত্তরবঙ্গে নতুন রাজনৈতিক সমীকরণ দেখছেন অনেকেই৷
অনন্ত মহারাজের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ঘিরে তুমুল জল্পনা৷
অনন্ত মহারাজের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ঘিরে তুমুল জল্পনা৷
advertisement

যদিও অনন্ত মহারাজ নিজে এ দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দাবি করেছেন, তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন না৷ তবে বিজেপি রাজ্য এবং জেলা নেতৃত্বের আচরণেও যে তিনি ক্ষুব্ধ, তাও স্পষ্ট করে দিয়েছেন বিজেপি সাংসদ৷

আরও পড়ুন: এবারেই শেষ, ভোটের লড়াইয়ে আর নয়! টানা চারবার জিতেও ঘোষণা করে দিলেন তৃণমূল সাংসদ

advertisement

উত্তরবঙ্গে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে লোকসভা নির্বাচনের আগে অনন্ত মহারাজকে রাজ্যসভার সাংসদ করেছিল বিজেপি৷ কিন্তু সাংসদ করলেও অনন্ত মহারাজের দাবি মতো গ্রেটার কোচবিহারকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার প্রস্তাব খারিজ করে দিয়েছে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার৷ এর পর থেকেই অনন্ত মহারাজের সঙ্গে বিজেপি নেতৃত্বের দূরত্ব বাড়তে থাকে৷ যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহদের সঙ্গে ভোট প্রচারের মঞ্চে দেখা গিয়েছিল কোচবিহারের এই প্রভাবশালী নেতাকে৷

advertisement

কিন্তু ভোটের ফল বেরোতে দেখা যায়, কোচবিহার হাতছাড়া হয়েছে বিজেপির৷ কেন্দ্রীয় মন্ত্রী নীশিথ প্রামাণিককে হারিয়ে ওই কেন্দ্র থেকে জয়ী হন তৃণমূল প্রার্থী জগদীশ বাসুনিয়া৷ কোচবিহারে তৃণমূলের জয়ের পিছনে অনন্ত মহারাজের হাত রয়েছে বলে বিজেপি জেলা নেতৃত্বের একাংশ অভিযোগ তুলতে থাকে৷ উত্তরবঙ্গে ওই একটি মাত্র আসনেই জয়ী হয় তৃণমূল৷

এই পরিস্থিতিতে এ দিন আচমকা মুখ্যমন্ত্রী অনন্ত মহারাজের বাড়ি গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করায় রাজনৈতিক মহলে জল্পনা বাড়ে৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বিজেপির রাজ্য এবং জেলা নেতৃত্বের উপরেও ক্ষোভ উগরে দেন অনন্ত মহারাজ৷ তিনি বলেন, ‘আমি যে বিজেপির সাংসদ, আমাকে তো এখানকার বিজেপি নেতারা মানেনই না৷ আমাকে কোচবিহারের বিজেপি অফিসে দেখেছেন কোনওদিন? আমাকে কোনও বৈঠকে ডাকা হয় না৷ এখানকার বিজেপি নেতারা আমাকে সম্মান দিতে জানেন না৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা অবশ্য আমাকে প্রাপ্য সম্মান দিয়েছেন৷’ যদিও তিনি তৃণমূলে যাচ্ছেন কি না প্রশ্ন করা হলে অনন্ত মহারাজ পাল্টা বলেন, ‘আমার কি মতিভ্রম হয়েছে না কি?’

advertisement

আমি কারও সঙ্গে যোগাযোগ করিনি৷ এটা সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল, উনি দেখা করতে চাইলে আমি কি আপত্তি করতে পারি? আজ সকালেই আমি জানতে পেরেছি যে আমার সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করতে চান৷ অনন্ত মহারাজের দাবি, এ দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কোনও রাজনৈতিক আলোচনা হয়নি৷

যদিও অনন্ত মহারাজের অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ তিনি বলেন, ওনাকে বিজেপি রাজ্যসভার সাংসদ করেছে৷ আমি জানি না উনি তাঁর গুরুত্ব বুঝতে পারছেন কি না৷ আমি নিজে ওনার বাড়িতে গিয়ে ওনার সঙ্গে দেখা করেছি৷ এর পর রাজ্য বিজেপি বলতে উনি কাকে বোঝাতে চাইছেন, আমি বলতে পারব না৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

অনন্ত মহারাজ যাই বলুন না কেন, রাজনৈতিক বিশ্লেষকরা এ দিন মুখ্যমন্ত্রী এবং বিজেপি সাংসদের বৈঠককে নিছক সৌজন্যমূলক মানতে নারাজ৷ তাঁরা বলছেন, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলার ৯টি আসনকেই পাখির চোখ করেছে তৃণমূল৷ কোচবিহার লোকসভা কেন্দ্র দখলের পর সম্ভবত এখন থেকেই তার প্রস্তুতি শুরু করে দিলেন তৃণমূলনেত্রী৷

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee Anant Maharaj meeting: মমতার সঙ্গে হঠাৎ বৈঠক, তৃণমূলে যোগ দিচ্ছেন? জবাব দিলেন অনন্ত মহারাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল