স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা যায়, মেয়ের শাশুড়ি মারা যাওয়ায় তিনি দেহ সৎকার করতে গিয়েছিলেন। শ্মশানের কাজ শেষে সাইকেল করে বাড়ি ফিরছিলেন সুশীলবাবু। ফেরার পথে অমৃতপুরে রাস্তার পাশের কালভাটের গর্তে সাইকেল নিয়ে পড়ে মৃত্যু হয় তাঁর।
এই ঘটনার পর মৃতের পরিবারের তরফ থেকে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। রাস্তার উপর কালভার্ট তৈরি হচ্ছে, অথচ সেখানে কোনও ঘেরা দেওয়া হয়নি। ঘেরা দেওয়া থাকলে এমন ঘটনা ঘটতে পারত না বলেই মৃতের ছেলে দাবি করেছেন।
advertisement
আরও পড়ুন- গভীর নিম্নচাপ রূপে স্থলভাগে প্রবেশ… ঘূর্ণিঝড় নিয়ে বিরাট আপডেট দিল হাওয়া অফিস!
কালভার্ট তৈরির গর্তে জল থাকায় প্রথম অবস্থায় মৃতদেহ শনাক্ত করতে পারেনি স্থানীয় বাসিন্দারা। এর পরেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কুমারগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। আসেন থানার আইসি রামপ্রসাদ চাকলাদার নিজে।
অপরদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে আসে মৃতের পরিবার পরিজন। জল থেকে দেহ তোলার পর তা শনাক্ত করেন আত্মীয়রা। বেকায়দায় পড়ে যাওয়ায় তিনি আর উঠতে পারেননি। যার ফলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এর পরেই দেহটি উদ্ধার করে এদিন দুপুর নাগাদ ময়নাতদন্তের জন্য পুলিশ মর্গে পাঠানোর পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখছে কুমারগঞ্জ থানার পুলিশ।
সুস্মিতা গোস্বামী






