TRENDING:

Jalpaiguri News: তিস্তাই ভরসা! আর মাস দুয়েকের অপেক্ষা, ১৯ হাজার পরিবারে ফুটবে হাসি!

Last Updated:

জল কষ্টের সমাধান করবে তিস্তাই! অবাক হচ্ছেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: জল কষ্টের সমাধান করবে তিস্তাই! অবাক হচ্ছেন? জলপাইগুড়িতে শুদ্ধ পানীয় জল সরবরাহ হবে দ্রুত, জলকষ্টের সমাধান হবে জলদি। জলপাইগুড়ি শহরের বহু বাসিন্দার দীর্ঘদিনের অভিযোগ—পর্যাপ্ত ও শুদ্ধ পানীয় জলের অভাব। মাঝেমধ্যেই জল সংকট দেখা দেয়, যার ফলে বিভিন্ন পৌর ওয়ার্ডে অসন্তোষ তৈরি হয়। তবে এবার সেই সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।
advertisement

পৌরসভার সূত্রের খবর, তিস্তা নদী থেকে পরিশ্রুত জল এনে সরবরাহের একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় শহরের প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছানোর ব্যবস্থা করা হবে, যেখানে জলের পরিমাণ মিটার দ্বারা নির্ধারিত হবে। জলপাইগুড়ি পৌরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানিয়েছেন, “আগামী দু’ মাসের মধ্যেই শহরবাসী এই সুবিধা পাবেন। বিশেষ করে আম্রুত প্রকল্প-এর অধীনে তৈরি হওয়া পরিশ্রুত পানীয় জল প্রকল্পের কাজ জোরকদমে এগোচ্ছে। এই প্রকল্পের আওতায় শহরের প্রায় ১৯ হাজার বাড়িতে সরাসরি পানীয় জল সরবরাহ করা হবে।”

advertisement

আরও পড়ুন: শুরু আবহাওয়ার মেগা খেলা! ‘সোনা’ ফলবে চা বাগানে! মুচকি হাসি হাসছে ডুয়ার্স

যদিও কিছু জায়গায় এখনও কাজ বাকি, বিশেষ করে খড়িয়া পঞ্চায়েত এলাকায়, তবে দ্রুত তা সম্পন্ন হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। শহরবাসীর জন্য সত্যিই এটি স্বস্তির খবর। এই প্রকল্প বাস্তবায়িত হলে, দীর্ঘদিনের জল সংকট থেকে মুক্তি মিলবে জলপাইগুড়ির বাসিন্দাদের।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এক বাসিন্দার কথায়, “জল সমস্যার কারণে আমাদের প্রতিদিন ভুগতে হত। এখন যদি শুদ্ধ পানীয় জল নিয়মিত সরবরাহ করা হয়, তাহলে সেটি আমাদের জন্য দারুণ স্বস্তির হবে।” রাজ্য সরকারের এই উদ্যোগ যে জলপাইগুড়ির উন্নয়নে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

সুরজিৎ দে 

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: তিস্তাই ভরসা! আর মাস দুয়েকের অপেক্ষা, ১৯ হাজার পরিবারে ফুটবে হাসি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল