Jalpaiguri News: শুরু আবহাওয়ার মেগা খেলা! 'সোনা' ফলবে চা বাগানে! মুচকি হাসি হাসছে ডুয়ার্স

Last Updated:

ডুয়ার্সে বৃষ্টির পর চা বাগানে প্রাণের ছোঁয়া, শ্রমিকদের মুখে হাসি

+
চা

চা বাগান

জলপাইগুড়ি: ডুয়ার্সে বৃষ্টির পর চা বাগানে প্রাণের ছোঁয়া, শ্রমিকদের মুখে হাসি। বছরের শুরু থেকেই ফার্স্ট ফ্ল্যাশের চা উৎপাদন হচ্ছিল কৃত্রিম জল দ্বারাই। অসময়ে উত্তরবঙ্গের খামখেয়ালিপনার বৃষ্টি হতেই খুশির হাওয়া ডুয়ার্সের চা বাগান জুড়ে। গত কয়েকদিন ধরেই ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের জেলাগুলোতে। আর এতেই সবুজ গালিদা কচি সবুজ চা পাতায় মুড়ে যাবে বলেই আশাবাদী চা শ্রমিক এবং চা বাগান মালিকরা। বহু প্রতীক্ষার পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে ডুয়ার্সের চা বাগানগুলোতে।
দীর্ঘদিনের খরার পর চা গাছগুলোতে নতুন পাতা আসার সম্ভাবনা দেখা দিয়েছে, চা শ্রমিক ও বাগান মালিকদের মুখে হাসি ফুটিয়েছে। সম্প্রতি ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে পর্যাপ্ত বৃষ্টি হয়েছে, যা চা গাছের জন্য আশীর্বাদস্বরূপ। চা বাগান মালিকরা জানান, এই বৃষ্টির ফলে চায়ের ‘ফার্স্ট ফ্লাশ’ পাতা দ্রুত আসবে, যা সুগন্ধি ও মানসম্পন্ন চায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিশেষ পাতার জন্যই চা প্রেমীরা অপেক্ষায় থাকেন, কারণ এতে থাকে ডুয়ার্সের চায়ের অনন্য স্বাদ ও গুণাগুণ।
advertisement
advertisement
চা শ্রমিকরা বলছেন, “এই বৃষ্টি যেন আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। আমরা দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলাম চা পাতা তোলার উপযুক্ত সময়ের জন্য। এখন বাগান ভরে উঠবে সবুজে, আমাদের কাজও বাড়বে, রোজগারও ভাল হবে।” এদিকে, চা ব্যবসায়ীরাও আশাবাদী, কারণ এই সময়ের ভাল উৎপাদন চা বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে। স্থানীয় চা শিল্প বিশেষভাবে লাভবান হবে, যা শ্রমিকদের জন্যও আর্থিক সুবিধা নিয়ে আসবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বছর হোলির আগেই ডুয়ার্সের চা বাগানগুলোতে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তা চা শিল্পের জন্য ইতিবাচক ইঙ্গিত। বিশেষজ্ঞদের মতে, এই বৃষ্টির ফলে চা উৎপাদন বৃদ্ধি পাবে এবং বাজারে মানসম্পন্ন চা সরবরাহ সম্ভব হবে। ফলে শুধু শ্রমিক ও মালিকরা নয়, উপকৃত হবেন চা প্রেমীরাও, যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ডুয়ার্সের তাজা ও সুগন্ধি চায়ের জন্য।
advertisement
সুরজিৎ দে 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: শুরু আবহাওয়ার মেগা খেলা! 'সোনা' ফলবে চা বাগানে! মুচকি হাসি হাসছে ডুয়ার্স
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement