আরও পড়ুন: উত্তরবঙ্গের সাফারি পার্ক মাতাচ্ছে শেরা, শিবা, তেজল ও তারা! চার খুদেতে মজে পর্যটকরা
শনিবার সজলবাবুর বাড়িতে যান ২০ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর শান্তনু দেবনাথ । পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সজলবাবুর সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। সজল সাহার পরিবারের তরফে জানানো হয়েছে, টেলিফোনে সজলবাবু জানান, '' মন্দিরে পুজো দিয়ে নেমে আসার কিছুক্ষণের মধ্যেই বিপর্যয় ঘটে। আমি একটা বড় বরফের চাঁই পেরিয়ে আসি, প্রায় ৫০০ মিটার দূরে যেতে সেটি ভেঙে গেল। অনেকে সেখানে বিপর্যয়ের মুখে পরেন। ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা আমাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যান।''
advertisement
আরও পড়ুন: হু হু করে করোনা ছড়াচ্ছে! শিলিগুড়িতে আক্রান্তের সংখ্যায় উদ্বেগ, কড়া কোভিড বিধি সিকিমে
অন্যদিকে, অমরনাথে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের মুখে আসানসোলের একদল যুবক। আসানসোলের শ্যামলেন্দু রায়, অমিত রায়, বাপ্পা সামন্ত সহ-১২ জন যুবক গিয়েছিলেন অমরনাথ দর্শনে। এরা সকলেই নেতাজি স্পোর্টিং ক্লাবের সদস্য। বর্তমানে চরম উদ্বেগের মধ্যে যুবকদের পরিবার।
জানা যায়, অমরনাথে আটকে পড়া যুবকরা কোনওক্রমে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন। জানিয়েছেন, কীভাবে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছেন। কোনও মতে প্রাণে বেঁচেছেন, তবে টাকা-পয়সা, জিনিসপত্র সব-ই খোয়া গিয়েছে। দুর্ঘটনার শিকার যুবকদের পরিবারের সদস্যদের চোখ এখন শুধুই টিভিতে। কারও মোবাইলে চার্জ নেই, কারও বা নেই নেটওয়ার্ক। তবু ঘন ঘন মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা। কেউ আটকে রয়েছেন ক্যাম্পে কেউ বা হাঁটা পথে পাহাড় বেয়ে নেমে আসছেন বিপদমুক্ত জায়গায়। তবে একটাই স্বস্তি ওই ১২ জন আপাতত বিপন্মুক্ত। তবু বাড়ি ফিরে না আসা পর্যন্ত উদ্বেগেই রয়েছেন পরিবারের সদস্যরা।