TRENDING:

Amarnath Cloud Burst Tragedy: অমরনাথে আটকে আলিপুরদুয়ারের সজল সাহা, এবারের পুরভোটে তিনি ছিলেন বিজেপি-র প্রার্থী

Last Updated:

অমরনাথ দর্শনে গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছেন আলিপুরদুয়ারের ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সজল সাহা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার: অমরনাথ দর্শনে গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছেন আলিপুরদুয়ারের ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সজল সাহা। তিনি এবারের পুরভোটে ২০ নম্বর ওয়ার্ডের বিজেপি-র প্রার্থী হয়েছিলেন। শুক্রবার রাতভর পরিবার সজলবাবুর সঙ্গে কোনও যোগাযোগ করতে পারেননি। রাতে বাড়িতে হাড়ি চড়েনি, দু চোখের পাতা এক করতে পারেননি পরিবারের সদস্যরা। যদিও শনিবার সকাল ৯ টা নাগাদ সজলবাবুর ফোন আসে বাড়িতে। বর্তমানে খানিক স্বস্তিতে পরিবার, যদিও যতক্ষণ না বাড়ি ফিরছেন সজল সাহা, কাছের মানুষদের চিন্তা দূর হবে না।
advertisement

আরও পড়ুন: উত্তরবঙ্গের সাফারি পার্ক মাতাচ্ছে শেরা, শিবা, তেজল ও তারা! চার খুদেতে মজে পর্যটকরা

শনিবার সজলবাবুর বাড়িতে যান ২০ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর শান্তনু দেবনাথ । পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সজলবাবুর সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। সজল সাহার পরিবারের তরফে জানানো হয়েছে, টেলিফোনে সজলবাবু জানান, '' মন্দিরে পুজো দিয়ে নেমে আসার কিছুক্ষণের মধ্যেই বিপর্যয় ঘটে। আমি একটা বড় বরফের চাঁই পেরিয়ে আসি, প্রায় ৫০০ মিটার দূরে যেতে সেটি ভেঙে গেল। অনেকে সেখানে বিপর্যয়ের মুখে পরেন। ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা আমাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যান।''

advertisement

আরও পড়ুন: হু হু করে করোনা ছড়াচ্ছে! শিলিগুড়িতে আক্রান্তের সংখ্যায় উদ্বেগ, কড়া কোভিড বিধি সিকিমে

অন্যদিকে, অমরনাথে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের মুখে আসানসোলের একদল যুবক। আসানসোলের শ্যামলেন্দু রায়, অমিত রায়, বাপ্পা সামন্ত সহ-১২ জন যুবক গিয়েছিলেন অমরনাথ দর্শনে। এরা সকলেই নেতাজি স্পোর্টিং ক্লাবের সদস্য। বর্তমানে চরম উদ্বেগের মধ্যে যুবকদের পরিবার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

জানা যায়, অমরনাথে আটকে পড়া যুবকরা কোনওক্রমে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন। জানিয়েছেন, কীভাবে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছেন। কোনও মতে প্রাণে বেঁচেছেন, তবে টাকা-পয়সা, জিনিসপত্র সব-ই খোয়া গিয়েছে। দুর্ঘটনার শিকার যুবকদের পরিবারের সদস্যদের চোখ এখন শুধুই টিভিতে। কারও মোবাইলে চার্জ নেই, কারও বা নেই নেটওয়ার্ক। তবু ঘন ঘন মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা। কেউ আটকে রয়েছেন ক্যাম্পে কেউ বা হাঁটা পথে পাহাড় বেয়ে নেমে আসছেন বিপদমুক্ত জায়গায়। তবে একটাই স্বস্তি ওই ১২ জন আপাতত বিপন্মুক্ত। তবু বাড়ি ফিরে না আসা পর্যন্ত উদ্বেগেই রয়েছেন পরিবারের সদস্যরা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Amarnath Cloud Burst Tragedy: অমরনাথে আটকে আলিপুরদুয়ারের সজল সাহা, এবারের পুরভোটে তিনি ছিলেন বিজেপি-র প্রার্থী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল