Coronavirus: হু হু করে করোনা ছড়াচ্ছে! শিলিগুড়িতে আক্রান্তের সংখ্যায় উদ্বেগ, কড়া কোভিড বিধি সিকিমে
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Coronavirus: শিলিগুড়িতে নতুন করে ছড়াচ্ছে কোভিড, বাড়ছে আক্রান্তের সংখ্যা। সিকিমে আজ থেকে ফের চালু কড়া কোভিড বিধি!
#শিলিগুড়ি: ফের শিলিগুড়িতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ভোট পর্ব মেটার পরেই সংক্রমণ ছড়াচ্ছে। তাহলে কি চতুর্থ ঢেউয়ের কবলে শিলিগুড়ি? উত্তরবঙ্গ মেডিকেল কলেজের কোভিড ব্লকেই অন্তত ২০ জন চিকিৎসাধীন। এছাড়া বেসরকারি হাসপাতালেও চিকিৎসা চলছে আক্রান্তদের। মেডিকেলের এক কলেজ পড়ুয়াও আক্রান্ত হয়েছে। তাঁর সংস্পর্শে আসা অন্যদেরও সোয়াবের নমুনা নেওয়া হবে। এখনও পর্যন্ত মেডিকেলে ১০ জন আক্রান্ত হয়েছে। যদিও তাঁরা সুস্থ আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
মেডিকেল কলেজের ডিন সন্দীপ সেনগুপ্ত জানান, "কোভিড বিধি কার্যত উধাও হয়ে গিয়েছে! মাস্ক পরেই বাইরে বেরতে হবে। হ্যান্ড স্যানিটাইজার নিয়মিত ব্যবহার করতে হবে। আবারও তা অভ্যেসে পরিণত করতে হবে। ভিড় এড়িয়ে চলাই ভালো। তবে মেডিকেলে পরিকাঠামো ব্যবস্থা যথেষ্টই রয়েছে। চতুর্থ ঢেউ এলে তা মোকাবিলা করা যাবে।"
অন্যদিকে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে পাশের রাজ্য সিকিমে। বর্তমানে সেখানে আক্রান্তের সংখ্যা ১০১। হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ। যার মধ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ২৯ জন। মৃত্যু হয়েছে এক আক্রান্তের। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সিকিম প্রশাসন। প্রতিরোধে কোভিড বিধি মানতে হবে রাজ্যজুড়েই।
advertisement
advertisement

আজ এক নির্দেশিকা জারি করল সিকিম প্রশাসন। বাড়ি থেকে বের হলেই নাক-মুখ ঢাকতে হবে মাস্কে। ব্যবহার করতে হবে হ্যান্ড স্যানিটাইজার। ৬ ফুটের দূরত্ববিধিও মানতে হবে। আইন ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও নির্দেশিকায় উল্লেখ আছে। সিকিমে ঢোকার পয়েন্টগুলিতেও চেকিং করবে রাজ্য স্বাস্থ্য দফতরের কর্মীরা। গাড়িতে চাপলেও ব্যবহার করতে হবে মাস্ক।
advertisement
এদিকে পুরসভার পর এবারে শিলিগুড়ির গ্রামীণ এলাকায় নাইরোবির ফ্লাইয়ের হানা। ফাঁসিদেওয়া ব্লকের পশ্চিম সদরগছ এলাকায় নাইরোবি ফ্লাই বা অ্যাসিড ফ্লাইয়ের হানায় আক্রান্ত ১ শিশু সহ ৬জন। আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। আফ্রিকান পোকার কামড়ে শরীর জুড়ে জ্বালা ও ব্যথা রয়েছে। ব্লক হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে অবশ্য স্থানীয়দের সর্তক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 08, 2022 9:09 PM IST