আমাদের পাড়া আমাদের সমাধানের শিবিরে এমনই আবেদন জানালেন আলিপুরদুয়ার বিধানসভার ১০টি বুথের কয়েক হাজার বাসিন্দা। আবেদন পেয়ে বিষয়টি বিধানসভায় আলোচনার আশ্বাস দিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল।
advertisement
উল্লেখ্য, উত্তরপূর্ব সীমান্ত রেলের অধীনে আলিপুরদুয়ার ডিভিশন। এই ডিভিশনের হেড কোয়ার্টার আলিপুরদুয়ার জংশনে অবস্থিত। এখানে ডিআরএম বিল্ডিং, রেল অফিস-সহ রেল কোয়ার্টার রয়েছে। এই এলাকা আলিপুরদুয়ার বিধানসভা এলাকার অন্তর্ভুক্ত। এখানে ১০টি বুথ রয়েছে। ১০টি বুথে ১০ হাজারের বেশি মানুষ বসবাস করেন।
এখানকার মানুষেরা লোকসভা ও বিধানসভা ভোট দিতে পারলেও এখানে ত্রিস্তর পঞ্চায়েত বা পুর প্রশাসন কার্যকরি নয়। ফলে এখানে পথ, আলো থেকে রাস্তা, পানীয় জল সব পরিষেবা দেয় রেল। কিন্তু রেলের এই পরিষেবায় খুশি নন স্থানীয় বাসিন্দারা। আর সেই কারণে তারা রেল এলাকাকে রাজ্য সরকারের ত্রিস্তর পঞ্চায়েতের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাড়ায় সমাধানের শিবিরে এই বিষয়টি তুলে ধরছেন স্থানীয় বাসিন্দারা।