TRENDING:

ময়নাতদন্তের রিপোর্ট পেতে নাজেহাল! হাসপাতালে এসে ঘুরে যাচ্ছেন মৃতের আত্মীয়রা, কাঠগড়ায় ডাক্তার

Last Updated:

Balurghat District Hospital: দীর্ঘ কয়েক বছর হাসপাতালে ফরেন্সিক বিভাগের চিকিৎসক ছিল না। গত জুন মাসে ফরেন্সিক বিভাগের চিকিৎসক এসেছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামীঃ দীর্ঘ সময় পর বালুরঘাট জেলা হাসপাতালে ফরেন্সিক বিভাগের চিকিৎসক কাজে যোগ দিয়েছেন। তারপরেও কাজে গড়িমসির অভিযোগ উঠেছে। মাস তিনেক ধরে প্রায় শতাধিক ময়নাতদন্তের রিপোর্ট ঝুলে রয়েছে। ফলে প্রত্যহ বালুরঘাট জেলা হাসপাতালে এসে রিপোর্টের জন্য ঘুরে বেড়াচ্ছেন মৃতের আত্মীয় পরিজনরা। শুধু তাই নয়, জানা যাচ্ছে, ময়নাতদন্ত করতে চিকিৎসক দেরিতে হাসপাতালে ঢোকেন। জটিল বা রহস্যজনক মৃত্যুর ক্ষেত্রে ময়নাতদন্ত করছেন না বললেই চলে।
advertisement

হাসপাতাল ও পুলিশ সূত্রে খবর, বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে জেলার বিভিন্ন প্রান্তের মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। প্রতিদিন গড়ে ২-৩টি ময়নাতদন্ত হয়। দীর্ঘ কয়েক বছর হাসপাতালে ফরেন্সিক বিভাগের চিকিৎসক ছিল না। গত জুন মাসে ফরেন্সিক বিভাগের চিকিৎসক এসেছেন। তিনি রিপোর্ট দেওয়ায় গড়িমসি শুরু করেছেন বলে অভিযোগ।

আরও পড়ুনঃ প্রাণ হাতে নিয়ে চলছিল…! বিধায়কের কানে আসতেই ‘অ্যাকশন’! বাঁকুড়ায় বড় উদ্যোগ

advertisement

এই বিষয়ে বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ বলেন, ‘আমার কাছে এই নিয়ে অনেকেই পোস্টমর্টেমের রিপোর্টের জন্য এসেছিলেন। ওই চিকিৎসককে বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি। বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ওই চিকিৎসককে সতর্ক করেছে। আশা করা যাচ্ছে, দ্রুত এই সমস্যা মিটে যাবে’। ওই ফরেন্সিক বিভাগের চিকিৎসক অঙ্কিতা চুনাকরকে ফোন ও মেসেজ করে জবাব মেলেনি।

advertisement

View More

একের পর এক রিপোর্ট না দেওয়ায় আপাতত ১০০ খানেক রিপোর্ট বাকি রয়েছে। ওই রিপোর্ট না পাওয়ায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসে ঘুরে যাচ্ছেন। কুশমন্ডি, হরিরামপুর থেকেও মৃতের আত্মীয়রা ঘুরছেন। রিপোর্ট না পাওয়ার জন্য সরকারি সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন পরিবারগুলি। ওই চিকিৎসকের বিরুদ্ধে আরও নানা ধরণের অভিযোগ উঠেছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রেল বোর্ডের চেয়ারম্যানের পরিদর্শনের পরেই কাজে গতি! মিনি এয়ারপোর্ট-এর অপেক্ষায় মালদহ স্টেশন
আরও দেখুন

সকাল থেকে রোগীর আত্মীয়রা মর্গের সামনে অপেক্ষা করলেও তিনি দুপুর দু’টোর পর হাসপাতালে আসেন। এছাড়াও খুন বা সামান্য জটিলতা দেখা দিলেই ময়নাতদন্ত করতে চান না। ভিন জেলায় পাঠিয়ে দেওয়ায় মাঝেমধ্যে বিক্ষোভ দেখান রোগীর স্বজনরা। যা নিয়ে প্রশ্ন উঠছে স্বাস্থ্য মহলে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ময়নাতদন্তের রিপোর্ট পেতে নাজেহাল! হাসপাতালে এসে ঘুরে যাচ্ছেন মৃতের আত্মীয়রা, কাঠগড়ায় ডাক্তার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল