দুর্গা প্রতিমার জন্য একের পর এক গয়না তৈরি করতে ব্যস্ত শামুকতলা শক্তিনগর এলাকার যুবক অভিজিৎ ভৌমিক। এমনটাই দেখা যায় তার বাড়ি গিয়ে। এবার আলিপুরদুয়ার, ফালাকাটা, অসমের প্যান্ডেলে প্রতিমার গায়ে শোভা বাড়াবে অভিজিতের তৈরি গয়নাগুলি।
আরও পড়ুন: খাতা-কলমেই শেষ নয়! এবার পড়ুয়াদের রোজগারের নতুন দিশা দেখাতে অভিনব পন্থা বেছে নিল মৎস্য দফতর
advertisement
এবার ১৯ সেট গয়না তৈরি করতে হচ্ছে তাকে। আলিপুরদুয়ার, কোচবিহার সহ অসমেও যাচ্ছে তার তৈরি গয়না। কোনও প্রশিক্ষণ ছাড়াই নিজেই ঘরে বসে এই সব গয়না তৈরি করে চলেছেন তিনি একান্তে। বাসন্তী পুজো উপলক্ষে প্রথম গয়না তৈরি করেছিলেন তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অভিজিতের কাছ থেকে জানা যায়, কলকাতা থেকে গয়না তৈরির সরঞ্জাম নিয়ে আসেন। আগামী দিনে প্রতিমার গয়না নিয়ে নানা এক্সপেরিমেন্ট করবেন তিনি। ২০ হাজার থেকে ৪৫ হাজার টাকা পর্যন্ত এক সেট গয়না বিক্রি হচ্ছে তাঁর। একটি গয়না তৈরি করতে সময় লাগে তিন দিন। অভিজিৎ জানিয়েছেন, “সোনার মত যাতে দেখতে লাগে তাঁর জন্য সঠিক রং মিশিয়ে তৈরি করতে হয়। তারপর জড়ি, পাথর বসানোর কাজ থাকে। এগুলি অনেক সুক্ষ কাজ। আরও বেশি কাজ করতে চাই, তবে শ্রমিকের প্রয়োজন।”





