সিকিয়াঝোরা মুলত পাহাড়ি একটি ছোট নদী স্থানীয় ভাষায় যাকে ঝোরা বলা হয়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া এই ঝোরাতে প্রায় দেড় কিলোমিটার নৌকা ভ্রমনের সুযোগ পাওয়া যায় এই পর্যটন কেন্দ্রে। এই নৌকা বিহারই এখানকার মুল আকর্ষণ। স্থানীয় ১৮ টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই পর্যটন কেন্দ্র পরিচালনা করেন। এখান থেকে আয়ের বেশির ভাগ অংশই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পেয়ে থাকেন।
advertisement
আরও পড়ুন - Covid 19 Update: ফের চোখ রাঙাচ্ছে করোনা, এবারের সাধারণ উপসর্গগুলো কী?
মাঝি থেকে ম্যানেজার এখানকার সকলেই স্থানীয় মাঝের ডাবরি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। এই পর্যটন কেন্দ্র আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের গর্বে পরিনত হয়েছে। বন দফতরের সহযোগিতায় এই পর্যটন কেন্দ্র চলে। পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ দাস জানিয়েছেন বর্তমানে এই পর্যটন কেন্দ্র থেকে লাভের অংশ জেলা পর্যটন দফতরে পাঠানোর নির্দেশ এসেছে। জেলা প্রশাসন এই পর্যটন কেন্দ্র সংস্কারে ৪৮ লক্ষ টাকা বরাদ্দ করেছেন।
Rajkumar Karmakar