TRENDING:

Alipurduar News: উত্তরের আমাজন বলে জানেন, সিকিয়াঝোরার নদীতে ভ্রমণ সঙ্গে আরও... অনেক কিছু

Last Updated:

স্থানীয় ১৮ টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই পর্যটন কেন্দ্র পরিচালনা করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার ২ নম্বর পঞ্চায়েত সমিতি। চাবাগান, বনাঞ্চল আর কৃষি বলয় অধ্যুষিত এই পঞ্চায়েত সমিতির গর্ব সিকিয়াঝোরা পর্যটন কেন্দ্র। বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনাঞ্চল ঘেষা প্রায় ১০ বিঘা জমির উপর এই পর্যটন কেন্দ্রকে অনেকে উত্তরের আমাজন বলে।
New boat ride in rivers are giving women empowerment
New boat ride in rivers are giving women empowerment
advertisement

সিকিয়াঝোরা মুলত পাহাড়ি একটি ছোট নদী স্থানীয় ভাষায় যাকে ঝোরা বলা হয়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া এই ঝোরাতে প্রায় দেড় কিলোমিটার নৌকা ভ্রমনের সুযোগ পাওয়া যায় এই পর্যটন কেন্দ্রে। এই নৌকা বিহারই এখানকার মুল আকর্ষণ। স্থানীয় ১৮ টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই পর্যটন কেন্দ্র পরিচালনা করেন। এখান থেকে আয়ের বেশির ভাগ অংশই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পেয়ে থাকেন।

advertisement

আরও পড়ুন - Covid 19 Update: ফের চোখ রাঙাচ্ছে করোনা, এবারের সাধারণ উপসর্গগুলো কী?

মাঝি থেকে ম্যানেজার এখানকার সকলেই স্থানীয় মাঝের ডাবরি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। এই পর্যটন কেন্দ্র আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের গর্বে পরিনত হয়েছে। বন দফতরের সহযোগিতায় এই পর্যটন কেন্দ্র চলে। পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ দাস জানিয়েছেন বর্তমানে এই পর্যটন কেন্দ্র থেকে লাভের অংশ জেলা পর্যটন দফতরে পাঠানোর নির্দেশ এসেছে। জেলা প্রশাসন এই পর্যটন কেন্দ্র সংস্কারে ৪৮ লক্ষ টাকা বরাদ্দ করেছেন।

advertisement

Rajkumar Karmakar

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: উত্তরের আমাজন বলে জানেন, সিকিয়াঝোরার নদীতে ভ্রমণ সঙ্গে আরও... অনেক কিছু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল