আলিপুরদুয়ার জংশন ছিন্নমস্তা মন্দিরে ডেকে শারীরিকভাবে পিছিয়ে পড়া নিখিল চন্দ্র বর্মনের হাতে হুইল চেয়ার তুলে দিলেন তৃণমূল কর্মী টুকাই দাস। এদিন হুইল চেয়ার পেয়ে খুশি নিখিল চন্দ্র বর্মন বলেন, ‘এক পুলিশকে আবেদন জানালে পুলিশ মমতার সৈনিক টুকাই বাবুর নম্বর দেন। উনি মন্দিরে পুজো দিচ্ছিলেন। সেখানে যেতেই আমাকে একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন। এখন হাসপাতালের কোয়ার্টার থেকে সহজেই আমি লিফটের কাছে পৌঁছে যেতে পারব।’
advertisement
আরও পড়ুনঃ সাতসকালে কুয়াশার মধ্যে ঢোলাহাটে মর্মান্তিক দুর্ঘটনা! বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত ১ যাত্রী, আহত ৯
নিজেকে মমতার সৈনিক বলে পরিচয় দেওয়া টুকাই দাস বলেন, ‘আমি দিদির সৈনিক। দিদি আমাদের সব সময় মানুষকে সাহায্য করতে বলেন। আর মন্দিরে সহযোগীতার জন্য ফোন এলে কখনও ফেরানো হয় না। তাই ওনাকে হুইল চেয়ারের ব্যবস্থা করে দিয়েছি।’
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Dec 24, 2025 2:01 PM IST
