Dholahat Accident: সাতসকালে কুয়াশার মধ্যে ঢোলাহাটে মর্মান্তিক দুর্ঘটনা! বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত ১ যাত্রী, আহত ৯

Last Updated:

South 24 Parganas Dholahat Accident: সাতসকালে ঘন কুয়াশার কারণে ঢোলাহাটে দুর্ঘটনা। যাত্রীবোঝাই বাস এবং পণ্যবাহী লরির মুখোমুখি সংঘর্ষ। মৃত এক ১ যাত্রী। গুরুতর আহত ৯ জন।

লরির ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছে যাত্রী বোঝাই বাস
লরির ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছে যাত্রী বোঝাই বাস
ঢোলাহাট, দক্ষিণ ২৪ পরগণা, নবাব মল্লিক: ঘন কুয়াশার কারণে যাত্রীবোঝাই বাস এবং পণ্যবাহী লরির মুখোমুখি সংঘর্ষ। মারা গেলেন ১ যাত্রী। গুরুতর আহত ৯ জন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার অন্তর্গত জুমাইনস্কর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, জুমাইনস্কর থেকে লক্ষ্মীকান্তপুর এলাকার দিকে একটি যাত্রীবোঝাই বাস আসছিল। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা দ্রুতগতিসম্পন্ন একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই বাসের সামনে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়ছে এবং ৯ জন যাত্রী গুরুতর আহত হন।
আরও পড়ুনঃ নতুন বছরের আগেই ব্যবসায়ে চরম সর্বনাশ! ভরা বাজারে আচমকা আগুন, প্রাণ হাতে হুড়োহুড়ি
ধাক্কার বিকট শব্দে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। লরির ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছে যাত্রী বোঝাই বাসটি। কোনরকমে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। সাতসকালে দুর্ঘটনায় জেরে অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা। বর্তমানে ঢোলাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ যক্ষ্মা রোগীদের পাশে রাজ্য সরকার! গ্রামসভার বৈঠক থেকে মুমূর্ষ রোগীদের জন্য দেওয়া হল ৬ মাসের পুষ্টিকর খাবার
বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। পুনরায় যান চলাচল স্বাভাবিক করা হয়। আহত ব্যক্তির আত্মীয় হাবিবুল্লাহ হালদার তিনি জানান, ‘এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি এসে দেখি আমার পরিবারের একজন আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানতে পারি, বাসটি যাত্রী নিয়ে লক্ষ্মীকান্তপুর দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে একটি লরি দ্রুতগতিতে এসে বাসটিকে ধাক্কা মেরেছে।’
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই দুর্ঘটনার পর ঘাতক লরির চালক পলাতক। ঢোলাহাট থানার পুলিশের পক্ষ থেকে ঘাতক লরিটিকে এবং দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে থানায় নিয়ে আসা হয়েছে। পাশাপাশি সম্পূর্ণ বিষয়টির তদন্ত শুরু করেছে ঢোলাহাট থানার পুলিশ। খোঁজ চলছে ঘাতক লরি চালকেরও।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dholahat Accident: সাতসকালে কুয়াশার মধ্যে ঢোলাহাটে মর্মান্তিক দুর্ঘটনা! বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত ১ যাত্রী, আহত ৯
Next Article
advertisement
SIR Update: মধ্যপ্রদেশে বাদ ৪২ লক্ষ নাম, কেরল-ছত্তীসগড়ে কত? আরও তিন রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের
মধ্যপ্রদেশে বাদ ৪২ লক্ষ নাম, কেরল-ছত্তীসগড়ে কত? আরও ৩ রাজ্যে প্রকাশিত খসড়া ভোটার তালিকা
  • আরও তিন রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের৷

  • মধ্যপ্রদেশ, কেরল, ছত্তীসগড়ে প্রকাশিত তালিকা৷

  • মধ্যপ্রদেশেই বাদ গেল ৪২ লক্ষ নাম৷

VIEW MORE
advertisement
advertisement