TRENDING:

ভুটানের জলে ধুলিস্যাৎ, আলিপুরদুয়ারের 'এই' চা বাগান এখন গড়ের মাঠ! ক্ষতির পরিমাণ জানলে কান্না পাবে, কী ব্যবস্থা নিচ্ছে প্রশাসন

Last Updated:

গত সপ্তাহের শনিবারের টানা ১২ ঘণ্টার বৃষ্টিতে ভুটান থেকে হু হু করে জল নামে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। আর সেই বন্যার জলে ধুয়ে মুছে সাফ হয়ে যায় উত্তরবঙ্গের পাহাড়ের বহু জায়গা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: গত সপ্তাহের শনিবারের টানা ১২ ঘণ্টার বৃষ্টিতে ভুটান থেকে হু হু করে জল নামে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। আর সেই বন্যার জলে ধুয়ে মুছে সাফ হয়ে যায় উত্তরবঙ্গের পাহাড়ের বহু জায়গা। ঠিক সেই রকমই ব্যাপক ক্ষতির মুখে পড়ে আলিপুরদুয়ারের একের পর এক চা বাগান। বন্যার জলে ভেঙ্গে পড়ে চা বাগান রক্ষাকারী নদী বাঁধ। এমন পরিস্থিতিতে প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে সেই দিকেই নজর সকলের।
উত্তরবঙ্গের বন্যায় চা বাগানের অবস্থা দেখলে কান্না পাবে
উত্তরবঙ্গের বন্যায় চা বাগানের অবস্থা দেখলে কান্না পাবে
advertisement

ভুটান থেকে ধেয়ে আসা নদীর জলে আলিপুরদুয়ারের ৬৪টি চা বাগানের মধ্যে অন্ততপক্ষে ১০টি চা বাগানের অবস্থা করুণ। এই সকল চা বাগানের কয়েক হাজার বিঘার চা গাছ ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে হাসিমারার সুভাষিণী চা বাগান।

আরও পড়ুন: আলিপুরদুয়ারে বৃষ্টিতে ফুলস্টপ, আবহাওয়া বিরাট বদল! দেখা মিলল অদ্ভুত দৃশ্যের! ঠাণ্ডা পড়ল বলে…

advertisement

হাসিমারার সুভাষিণী চা বাগানের যে নদী বাঁধ রয়েছে তার রবিবার সকাল ৭টা নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং হু হু করে জল ঢুকতে শুরু করে চা বাগানে। চা বাগানের প্রায় আড়াইশো হেক্টর চা গাছ নষ্ট হয়ে যায়। ভেঙে যায় শ্রমিকদের বস্তি। প্রাণ হাতে বস্তি ছেড়ে শ্রমিকরা অন্যত্র পালিয়ে নিজেদের প্রাণ বাঁচান।

advertisement

আরও পড়ুন: প্রকৃতির তাণ্ডবের মাঝেই উত্তরবঙ্গে নতুন পর্যটনকেন্দ্র? পর্যটকদের বন্যা! চলছে দেদার সেলফি, ফটোসেশন, তৈরি হচ্ছে নতুন নতুন রিলস

ভিটেমাটি সব হারিয়ে চা শ্রমিকরা এখন মাথা গোঁজার ঠাঁই খুঁজছেন। আর এমন পরিস্থিতিতে ওই সকল যা শ্রমিকদের খাবারের বন্দোবস্ত করেছে আলিপুরদুয়ার জেলা পরিষদ। জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব জানিয়েছেন, নদী বাঁধ দ্রুত যাতে দেওয়া যায় সেই বিষয়ে কথাবার্তা চলছে। অন্যদিকে সুভাষিনী চা বাগানের জুনিয়র ম্যানেজার রঞ্জিত কুমার রায় প্রশাসনিক সাহায্য দাবি করেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এক পিস ফুচকা খেলেই বিনামূল্যে 'সোনার গয়না'! ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন বিক্রেতা
আরও দেখুন

সুভাষিণী চা বাগান ছাড়াও মেজপাড়া, রায়ডাক, তোর্ষা সহ একাধিক চা বাগান ভুটানের জলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। সুভাষিনী চা বাগানের বাঁধ মেরামতির কাজ ইতিমধ্যে শুরু হলেও ক্ষতিপূরণ কীভাবে হবে তা নিয়ে দুশ্চিন্তায় বিভিন্ন মহল।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ভুটানের জলে ধুলিস্যাৎ, আলিপুরদুয়ারের 'এই' চা বাগান এখন গড়ের মাঠ! ক্ষতির পরিমাণ জানলে কান্না পাবে, কী ব্যবস্থা নিচ্ছে প্রশাসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল