North Bengal Tourism: প্রকৃতির তাণ্ডবের মাঝেই উত্তরবঙ্গে নতুন পর্যটনকেন্দ্র? পর্যটকদের বন্যা! চলছে দেদার সেলফি, ফটোসেশন, তৈরি হচ্ছে নতুন নতুন রিলস

Last Updated:

চলতি মরশুমে উত্তরবঙ্গ দেখেছে প্রকৃতির এক নতুন তাণ্ডবলীলা। শনিবার থেকে টানা ১২ ঘণ্টার বৃষ্টিতে উত্তরবঙ্গের পাহাড়ে যে বিপর্যয় নেমে এসেছে তা রীতিমতো ভয়াবহ।

ভাঙা সেতু উত্তরবঙ্গের যেন নতুন ট্যুরিস্ট স্পট
ভাঙা সেতু উত্তরবঙ্গের যেন নতুন ট্যুরিস্ট স্পট
মিরিক, বিশ্বজিৎ মিশ্র: চলতি মরশুমে উত্তরবঙ্গ দেখেছে প্রকৃতির এক নতুন তাণ্ডবলীলা। শনিবার থেকে টানা ১২ ঘণ্টার বৃষ্টিতে উত্তরবঙ্গের পাহাড়ে যে বিপর্যয় নেমে এসেছে তা রীতিমতো ভয়াবহ। প্রকৃতির সেই তাণ্ডবে অজস্র মানুষের প্রাণ হারানোর পাশাপাশি অস্তিত্ব হারিয়েছে বহু প্রাণীকুল। আর এই তাণ্ডবেই উত্তরবঙ্গের একটি আকর্ষণীয় লোহার সেতু ভেঙে চুরমার হয়ে গিয়েছে। ভেঙে যাওয়া সেই লোহার সেতুকে দেখতেই এবার ভিড় বাড়ছে পর্যটকদের। ভাঙা ওই লোহার সেতু ঠিক যেন নতুন ট্যুরিস্ট স্পটের রূপ নিয়েছে।
পুজোর ছুটি হোক অথবা অন্য কোনও ছুটিতে যখনই বাঙালিদের কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে হয়, তখন প্রথম যে নামটি মাথায় আসে তা হল উত্তরবঙ্গের পাহাড়। গরমের হাত থেকে রেহাই পেতে অনেকেই বেছে নেন মিরিক। বাঙালি থেকে শুরু করে অন্যান্য পর্যটকদের কাছে এই মিরিক যেন সেরা একটি ডেসটিনেশন। আবার সেরা সেই ডেসটিনেশনের আকর্ষণীয় একটি সেতু হল দুধিয়া লোহার সেতু। যে সেতু শুধু আকর্ষণীয়, নয় পাশাপাশি তা মিরিকের সঙ্গে যোগাযোগের মেরুদণ্ডও।
advertisement
advertisement
শনিবার রাতের বৃষ্টিতে যখন চারদিকে তাণ্ডবলীলা চলছে ঠিক সেই সময় জল বাড়ে বালাসনে। আর তখনই ওই ভেঙে যায় ওই লোহার সেতু। যে সেতুটি ভেঙে যাওয়ার ফলে ভেঙে পড়েছে মিরিকের সঙ্গে যোগাযোগ। আর এই সেতু এখন তৎপরতার সঙ্গে চলছে মেরামতির কাজ।
advertisement
ভেঙে পড়া মিরিকের দুধিয়া লোহার সেতু
ভেঙে পড়া মিরিকের দুধিয়া লোহার সেতু
advertisement
তবে উল্লেখযোগ্য হবে এই ভাঙা সেতু দেখতে এখন বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের ভিড় উপচে পড়ছে। ভাঙা সেতু দেখতে কেউ শিলিগুড়ি, কেউ বাগডোগরা, আবার কেউ সিকিম থেকে এসে ভিড় জমাচ্ছেন। প্রকৃতির তাণ্ডবে ভেঙে যাওয়া সেতু দেখার পাশাপাশি সেখানে চলছে সেলফি, ছবি তোলা ও রিলস বানানোর হিড়িক। অন্যদিকে ভেঙ্গে যাওয়া লোহার এই সেতুকে ঘিরে যেভাবে পর্যটকদের ভিড় জমছে তাতে যাতে নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সারাক্ষণ নজরদারি চালাচ্ছে পুলিশ।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
North Bengal Tourism: প্রকৃতির তাণ্ডবের মাঝেই উত্তরবঙ্গে নতুন পর্যটনকেন্দ্র? পর্যটকদের বন্যা! চলছে দেদার সেলফি, ফটোসেশন, তৈরি হচ্ছে নতুন নতুন রিলস
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
  • উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement