TRENDING:

Free Gold: এক পিস ফুচকা খেলেই বিনামূল্যে 'সোনার গয়না'! ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন বিক্রেতা, জিততে পারেন আপনিও!

Last Updated:
Free Gold: মাত্র ২০ টাকা মূল্যের একটি বিশাল ফুচকা খেতে পারলেই গ্রাহকরা পাচ্ছেন বিনামূল্যে সোনার গয়না। এই অভিনব অফারে ভিড় উপচে পড়ছে।
advertisement
1/7
এক পিস ফুচকা খেলেই বিনামূল্যে 'সোনার গয়না'! ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন বিক্রেতা
ফুচকা খেলেই মিলবে সোনার গয়না, তাও একেবারে বিনামূল্যে। শুনতে অবাক লাগলেও আদতে এটাই সত্যি। আর ফুচকা খেয়ে সোনার গয়না নেওয়ার জন্য কাটোয়ার এই দোকানে উপচে পড়ছে ভিড়। ফুচকা খাওয়ার জন্য রীতিমত লাইন দিচ্ছেন অনেকেই। এছাড়া ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বিক্রেতাকেও। শুধু পূর্ব বর্ধমান নয়, ভিন জেলা থেকেও অনেকেই আসছেন শুধুমাত্র এই ফুচকা খাওয়ার জন্য। (তথ্য: বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
2/7
কাটোয়া শহরের কাশীশ্বরী বালিকা বিদ্যালয়ের সামনে বসে ফুচকা বিক্রি করেন শ্যামল দেবনাথ। তিনি বিভিন্ন সময় নানা ধরনের অফার দিয়ে থাকেন, এছাড়া শ্যামলের ফুচকার একটা আলাদা কদর রয়েছে শহরের মধ্যে। তবে এবার তিনি নিয়ে এসেছেন একেবারে নতুন এক অফার, যেখানে একপিস ফুচতা খেতে পারলেই মিলবে সোনার গয়না।
advertisement
3/7
তবে এই চ্যালেঞ্জের ফুচকা সাধারণ ফুচকার থেকে সাইজে বেশ বড়, দাম মাত্র ২০ টাকা। এই ফুচকা খেতে না পারলে ২০ টাকা মূল্য দিতে হবে, কিন্তু একবার খেয়ে নিতে পারলেই পয়সা তো লাগবেই না তবে সঙ্গে পেয়ে যাবেন সোনার গয়না বিনামূল্যে।
advertisement
4/7
ফুচকা বিক্রেতা শ্যামল দেবনাথ জানিয়েছেন, "লক্ষ লক্ষ টাকা দিয়ে গয়না কিনলে এক কাপ চা দেয়না। কিন্তু আমি একটা ফুচকা খেতে পারলেই সোনার গয়না দেবো, এটাই আমার অফার। একটা বড় ফুচকা আছে দাম ২০ টাকা, ওটা পুরোটা মুখের মধ্যে ভরে খেতে হবে। একটুও বাইরে পড়লে হবেনা। খেতে পারলেই সোনার গয়না। না পারলে ২০ টাকা দিতে হবে।"
advertisement
5/7
সন্ধ্যে হলেই ছোট থেকে বড় অনেকেই এই চ্যালেঞ্জের ফুচকা খাওয়ার জন্য ভিড় জমাচ্ছেন। তবে বেশিরভাগ জনই চ্যালেঞ্জের ফুচকা খেতে গিয়ে রীতিমত হিমশিম খাচ্ছেন। অনেকেই বলছেন এই ফুচকা খাওয়ার সম্ভব নয়। কিন্তু এমনও অনেকে রয়েছেন যাঁরা এই চ্যালেঞ্জ কমপ্লিট করেছেন এবং সোনার গয়নাও পেয়েছেন। যে সোনার গয়না দেওয়া হচ্ছে সেগুলো সবই কাটোয়ার নামি দামি দোকানের। ফুচকা খেয়ে সোনা জেতার জন্য ছুটে আসছেন বহু মানুষ।
advertisement
6/7
কাটোয়া শহরের বাসিন্দা হেনা বেগম বলেন, "প্রচুর ভিড় হচ্ছে, আর এইরকম অফার আগে কোথাও দেখিনি। অনেকেই চ্যালেঞ্জ কমপ্লিট করে সত্যিই সোনা পাচ্ছেন। তবে অফার চলুক আর নাই চলুক এমনিতে শ্যামল দার ফুচকার স্বাদ আলাদা।"
advertisement
7/7
তবে ফুচকা খেলে সোনার গয়না যেরকম পাওয়া যাবে সেরকম আরও বেশ কিছু অফার রয়েছে। ২০ পিস ফুচকা খেতে পারলেই মিলবে একটা টুনি লাইট, ৩০ পিস ফুচকা খেলে দেওয়া হচ্ছে ট্রফি এছাড়াও রয়েছে একাধিক অফার। তবে বিভিন্ন অফারের মধ্যে এখন নজর কাড়ছে ফুচকা খেয়ে বিনামূল্যে সোনা জেতার এই বিশেষ অফার। (তথ্য: বনোয়ারীলাল চৌধুরী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Free Gold: এক পিস ফুচকা খেলেই বিনামূল্যে 'সোনার গয়না'! ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন বিক্রেতা, জিততে পারেন আপনিও!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল