Dooars Tourism: ডুয়ার্সের টিকিট-হোমস্টে বুক হয়ে রয়েছে? কোথায় ঘুরবেন ভাবছেন? চিন্তা নেই, 'এই' জায়গাগুলি এখন খোলা
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Dooars Tourism: জলঢাকা নদীর খরস্রোতা স্রোত এখনও বয়ে নিয়ে চলে প্রকৃতির সংগীত। জলের কলরব আর সামসি পাহাড়ের পটভূমি মিলিয়ে এক স্বপ্নিল দৃশ্য তৈরি করে। বন্যার পরও এখানে ভ্রমণকারীরা উপভোগ করছেন নদীস্নানের আনন্দ।পাহাড়-নদীর মিলনে সামসি যেন শান্তির এক ঠিকানা।
advertisement
1/5

*বন্যার ধ্বংসের পরও গরুমারার জঙ্গলে ফিরে এসেছে প্রাণ। সাফারিতে গিয়ে এখনও দেখা মেলে হাতি, গণ্ডার, হরিণের মৃদু চলাফেরা। সবুজ বনানীর মধ্যে পাখির ডাক যেন নতুন প্রাণ জাগায়। প্রবেশপথ ও ওয়াচ টাওয়ার এখন পর্যটকদের জন্য খোলা।
advertisement
2/5
*কিছুদিন বন্ধ থাকার পর ফের খুলেছে জনপ্রিয় স্থান মেদলা ওয়াচ টাওয়ার। এখান থেকে দেখা যায় বিস্তীর্ণ বনভূমি ও নদীর মনোরম দৃশ্য। সন্ধ্যাবেলায় সূর্যাস্তের আলোয় জঙ্গল যেন সোনালী আবরণে মোড়া। ফটোগ্রাফারদের কাছে এটি এক হটস্পট।
advertisement
3/5
*ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হলেও চাপরামারি জঙ্গলের রূপ এখনও অপরূপ। সাফারিতে বেরোলেই চোখে পড়ে প্রাচীন গাছপালা ও বিরল পাখির ঝাঁক। নিরিবিলি পরিবেশে মন ভরে যায় প্রকৃতিপ্রেমীদের। প্রশাসনের উদ্যোগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
advertisement
4/5
*জলঢাকা নদীর খরস্রোতা স্রোত এখনও বয়ে নিয়ে চলে প্রকৃতির সংগীত। জলের কলরব আর সামসি পাহাড়ের পটভূমি মিলিয়ে এক স্বপ্নিল দৃশ্য তৈরি করে। বন্যার পরও এখানে ভ্রমণকারীরা উপভোগ করছেন নদীস্নানের আনন্দ। পাহাড়-নদীর মিলনে সামসি যেন শান্তির এক ঠিকানা।
advertisement
5/5
*মালবাজার শহরের আশেপাশের প্রকৃতি এখনও প্রাণবন্ত। গরুবাথান নদীর পাশে দাঁড়ালে শোনা যায় জলের সুরেলা শব্দ। ভেসে যাওয়া বাড়ির স্মৃতির মাঝেও প্রকৃতি রেখেছে তার মায়া। বন্যার পরও এই অঞ্চল পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত।