পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ছিল শিল্পী ও সজল দের বিবাহবার্ষিকি। সে দিন স্বামী বাড়ি না ফেরায় মানসিকভাবে ভেঙে পড়েন শিল্পী। রাতে তিনি ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিক অনুমান।
দুর্গাপুরেই আবার! ডাক্তারি পড়ুয়ার পর শিকার এক নাবালিকা! পৈশাচিক কাজ ৫২ বছরের ব্যক্তির
‘৭০ হাজার না দিলে গাড়ি ছাড়ব না!’ পুলিশের ঘুষকাণ্ডে ফাঁসলেন দুই অফিসার…বীরভূমে তোলপাড়!
advertisement
পরদিন সকালে বাড়ির কাজের লোক ঘরে ঢুকে শিল্পীর ঝুলন্ত দেহ দেখতে পান এবং প্রতিবেশীদের খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে পাঠায়।
অন্যদিকে, স্বামী সজল দে জানিয়েছেন, “গরুমারায় হাতির আক্রমণে একজন মারা গিয়েছিলেন। সেই কারণে জরুরি দায়িত্ব সামলাতে না পেরে আমি বাড়ি ফিরতে পারিনি।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে— এটি নিছক আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।