TRENDING:

বিবাহবার্ষিকিতে বাড়ি ফিরলেন না ফরেস্ট রেঞ্জার স্বামী! অভিমানে এ কী ভয়ঙ্কর কাজ করলেন স্ত্রী...!

Last Updated:

Husband Wife আলিপুরদুয়ার জংশনে বিবাহবার্ষিকির দিন স্বামী সজল দে বাড়ি না ফেরায় শিল্পী দে সরকার বভিমানে ভয়ঙ্কর পদক্ষেপ করেন। পুলিশ তদন্ত শুরু করেছে, এলাকায় শোকের ছায়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: বিবাহবার্ষিকির দিন স্বামী বাড়ি না ফেরায় অভিমানে আত্মঘাতী স্ত্রী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার জংশনে। মৃত মহিলার নাম শিল্পী দে সরকার (৩৫)। তাঁর স্বামী সজল দে গরুমারা জাতীয় উদ্যানে বন দফতরের রেঞ্জার পদে কর্মরত। তাঁদের এক ১২ বছরের কন্যা সন্তান রয়েছে।
বিবাহবার্ষিকিতে বাড়ি ফিরলেন না ফরেস্ট রেঞ্জার স্বামী! অভিমানে এ কী ভয়ঙ্কর কাজ করলেন স্ত্রী...!
বিবাহবার্ষিকিতে বাড়ি ফিরলেন না ফরেস্ট রেঞ্জার স্বামী! অভিমানে এ কী ভয়ঙ্কর কাজ করলেন স্ত্রী...!
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ছিল শিল্পী ও সজল দের বিবাহবার্ষিকি। সে দিন স্বামী বাড়ি না ফেরায় মানসিকভাবে ভেঙে পড়েন শিল্পী। রাতে তিনি ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিক অনুমান।

দুর্গাপুরেই আবার! ডাক্তারি পড়ুয়ার পর শিকার এক নাবালিকা! পৈশাচিক কাজ ৫২ বছরের ব্যক্তির

‘৭০ হাজার না দিলে গাড়ি ছাড়ব না!’ পুলিশের ঘুষকাণ্ডে ফাঁসলেন দুই অফিসার…বীরভূমে তোলপাড়!

advertisement

পরদিন সকালে বাড়ির কাজের লোক ঘরে ঢুকে শিল্পীর ঝুলন্ত দেহ দেখতে পান এবং প্রতিবেশীদের খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে পাঠায়।

অন্যদিকে, স্বামী সজল দে জানিয়েছেন, “গরুমারায় হাতির আক্রমণে একজন মারা গিয়েছিলেন। সেই কারণে জরুরি দায়িত্ব সামলাতে না পেরে আমি বাড়ি ফিরতে পারিনি।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আলিপুরদুয়ারের অলিওলিতে গা ছমছমে ভাব! ভূত চতুর্দশীতে হবে জম্বিদের তাণ্ডব
আরও দেখুন

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে— এটি নিছক আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বিবাহবার্ষিকিতে বাড়ি ফিরলেন না ফরেস্ট রেঞ্জার স্বামী! অভিমানে এ কী ভয়ঙ্কর কাজ করলেন স্ত্রী...!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল