TRENDING:

দুর্যোগ কেটেছে, কাটে নি আতঙ্ক! রান্নাটুকুও করার জো নেই বাড়িতে, কীভাবে দিন কাটছে শালকুমারের বাসিন্দাদের

Last Updated:

প্রাকৃতিক দুর্যোগের এক সপ্তাহ পেরিয়েছে। তারপরেও স্বাভাবিক হয়নি বিপর্যস্ত এলাকা। আতঙ্কের ছাপ লক্ষ্য করা গিয়েছে এলাকাবাসীদের মনে। তারা ঘরে প্রবেশ করার আগে নিজেরাই পরিষ্কার করছেন বাড়ি, রাস্তাঘাট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, অনন‍্যা দে: প্রাকৃতিক দুর্যোগের এক সপ্তাহ পেরিয়েছে। তারপরেও স্বাভাবিক হয়নি বিপর্যস্ত এলাকা। আতঙ্কের ছাপ লক্ষ্য করা গিয়েছে এলাকাবাসীদের মনে। তারা ঘরে প্রবেশ করার আগে নিজেরাই পরিষ্কার করছেন বাড়ি, রাস্তাঘাট।
advertisement

আলিপুরদুয়ার এক ব্লকের শালকুমার এলাকায় গেলে দেখা যায় এই ছবি। এই এলাকার নতুন পাড়া এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই এলাকার মানুষেরা গত এক সপ্তাহ ধরে না খেয়েই দিন কাটাচ্ছেন। এখনও এলাকাবাসীদের বাড়ি বাড়ি গেলে দেখা যাচ্ছে এক পা কাদা। সেগুলি তারা পরিষ্কার করছেন। অধিকাংশ বাড়ি ভেঙে রয়েছে। সেগুলির মেরামতি প্রয়োজন।

advertisement

আরও পড়ুন: পাহাড় খুললেও খুলছে না বিক্রির রাস্তা! ‘এই’ কারণে ঘুম উড়ছে শিলিগুড়ির মৃৎশিল্পীদের

View More

৫ অক্টোবর এই তারিখ তারা ভুলতে পারবেন না কেউই। এই এলাকার পাশ দিয়ে বয়ে যায় শিসামারা নদী। এই নদীর জল কম থাকে সারাবছর। তবে বৃষ্টি হলে জল বৃদ্ধি পায়। তবে এক সপ্তাহ আগের বৃষ্টিতে নদী ভয়াবহ রূপ নিয়েছিল। নদীর জলের স্রোতে ভেঙে যায় শিসামারা বাঁধ। জল প্রবেশ করে গ্রামে। আলিপুরদুয়ারের ওই এলাকাবাসীদের কথায় শিসামারা নদীর এমন ভয়ানক রূপ তারা আগে কখনও দেখেন নি। নদীর জল যেভাবে গ্রামে প্রবেশ করেছিল তাতে নিমেষের মধ্যে হাঁটু সমান জল দাঁড়িয়ে যায় গোটা গ্রামে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
নবদ্বীপ হয়ে উঠল এক টুকরো বৃন্দাবন! রাধাকুন্ডের স্নান এখন নবদ্বীপের গঙ্গার ঘাটেই! লক্ষাধিক মানুষের ভিড় এই সময়!
আরও দেখুন

সবিতা বর্মন নামের গ্রামের এক মহিলা জানান, “আমরা গ্রামের মহিলারা শিশু ও গবাদি পশু নিয়ে উঁচু স্থানে চলে গিয়েছিলাম। ভয়াবহ ওই রাত আমরা ভুলব না। এখনও আমরা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে পারছি কই।” বর্তমানে এই এলাকায় ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। তবুও ভয় যেন পিছু ছাড়ছে না বাসিন্দাদের। তারা একটু বৃষ্টি দেখলেই ভয় পাচ্ছেন।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
দুর্যোগ কেটেছে, কাটে নি আতঙ্ক! রান্নাটুকুও করার জো নেই বাড়িতে, কীভাবে দিন কাটছে শালকুমারের বাসিন্দাদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল