আলিপুরদুয়ার এক ব্লকের শালকুমার এলাকায় গেলে দেখা যায় এই ছবি। এই এলাকার নতুন পাড়া এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই এলাকার মানুষেরা গত এক সপ্তাহ ধরে না খেয়েই দিন কাটাচ্ছেন। এখনও এলাকাবাসীদের বাড়ি বাড়ি গেলে দেখা যাচ্ছে এক পা কাদা। সেগুলি তারা পরিষ্কার করছেন। অধিকাংশ বাড়ি ভেঙে রয়েছে। সেগুলির মেরামতি প্রয়োজন।
advertisement
আরও পড়ুন: পাহাড় খুললেও খুলছে না বিক্রির রাস্তা! ‘এই’ কারণে ঘুম উড়ছে শিলিগুড়ির মৃৎশিল্পীদের
৫ অক্টোবর এই তারিখ তারা ভুলতে পারবেন না কেউই। এই এলাকার পাশ দিয়ে বয়ে যায় শিসামারা নদী। এই নদীর জল কম থাকে সারাবছর। তবে বৃষ্টি হলে জল বৃদ্ধি পায়। তবে এক সপ্তাহ আগের বৃষ্টিতে নদী ভয়াবহ রূপ নিয়েছিল। নদীর জলের স্রোতে ভেঙে যায় শিসামারা বাঁধ। জল প্রবেশ করে গ্রামে। আলিপুরদুয়ারের ওই এলাকাবাসীদের কথায় শিসামারা নদীর এমন ভয়ানক রূপ তারা আগে কখনও দেখেন নি। নদীর জল যেভাবে গ্রামে প্রবেশ করেছিল তাতে নিমেষের মধ্যে হাঁটু সমান জল দাঁড়িয়ে যায় গোটা গ্রামে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সবিতা বর্মন নামের গ্রামের এক মহিলা জানান, “আমরা গ্রামের মহিলারা শিশু ও গবাদি পশু নিয়ে উঁচু স্থানে চলে গিয়েছিলাম। ভয়াবহ ওই রাত আমরা ভুলব না। এখনও আমরা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে পারছি কই।” বর্তমানে এই এলাকায় ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। তবুও ভয় যেন পিছু ছাড়ছে না বাসিন্দাদের। তারা একটু বৃষ্টি দেখলেই ভয় পাচ্ছেন।