আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে ধর্মীয় অনুষ্ঠান থেকে সোনা চুরির ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে বড় সাফল্য পুলিশের। ১৪ জন মহিলা সহ মোট ১৮ জনের গ্যাং এখন পুলিশের জালে। রবিবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এক মহোৎসবের আয়োজন করা হয়েছিল। সেই উৎসবে পশ্চিমবঙ্গের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য ও অসম থেকেও হাজার হাজার মানুষের সমাগম হয়। সেই অনুষ্ঠান প্রাঙ্গণে একের পর এক ভক্তদের গলার সোনার চেন চুরির অভিযোগ আসতে থাকে।
advertisement
জানা গিয়েছে, আনুমানিক প্রায় ৩০ লক্ষ টাকার সোনার অলংকার চুরির অভিযোগ এসেছিল। এই খবর পেতেই আলিপুরদুয়ার থানার পুলিশ উৎসব প্রাঙ্গন থেকে ৩ জন সন্দেহভাজনকে আটক করে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে সোনা চুরির বড় গ্যাংয়ের খোঁজ পায় পুলিশ। এরপরেই গ্যাংয়ের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি শুরু হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গতকাল গভীর রাতে সোনা লুটের গ্যাংয়ের বাকি সদস্যদের আলিপুরদুয়ার জংশন এলাকা থেকে গ্রেফতার করে আলিপুরদুয়ার থানার পুলিশ। এই ঘটনায় সোনা লুটে ব্যবহৃত দু’টি বিলাসবহুল গাড়ি আটক করেছে পুলিশ। মোট ১৮ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে ১৪ জন মহিলা রয়েছেন। অভিযুক্তরা প্রত্যেকে চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকার বাসিন্দা। তাঁদের কাছ থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা নগদ ও দু’টি সোনার চেন উদ্ধার করে পুলিশ। সোমবার অভিযুক্তদের আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়া হবে।






