TRENDING:

Alipurduar News: ডুয়ার্স ঘুরতে যাচ্ছেন? অবশ‍্যই দাঁড়িয়ে খেয়ে দেখুন এই দোকানের ডালপুরি, 'টেস্ট' ভুলতে পারবেন না

Last Updated:

Alipurduar News: ডুয়ার্স ঘুরতে এসেছেন, কিন্তু পরমেশ কুমার ঠাকুরের দোকানের ডালপুরি না খেলে,একটি ভাল খাবার মিস করবেন আপনিও। আলিপুরদুয়ার প্রবেশের মুখে ডিমডিমাতে রয়েছে এই দোকানটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: ডুয়ার্স ঘুরতে এসেছেন, কিন্তু পরমেশ কুমার ঠাকুরের দোকানের ডালপুরি না খেলে,একটি ভাল খাবার মিস করবেন আপনিও। আলিপুরদুয়ার প্রবেশের মুখে ডিমডিমাতে রয়েছে এই দোকানটি। এই দোকানের ডালপুরি না খেলে ডুয়ার্স ঘুরতে আসা বৃথা হয়ে যেতে পারে আপনার।
advertisement

এই দোকানের ডালপুরির আলাদাই একটি পরিচয় রয়েছে গোটা আলিপুরদুয়ার জেলা জুড়ে। তবে আর কোথাও নয় একমাত্র মাদারিহাট বীরপাড়া ব্লকের ডিমডিমা হাটখোলার এক হোটেলে পাওয়া যায় এই ডালপুরি। প্রায় কুড়ি বছর আগেই এই এলাকার শুকনান্দান ঠাকুর ও তার স্ত্রী প্রথম এই ডালপুরি বানাতে শুরু করেন। তবে বর্তমানে তার ছেলে পরমেশ ঠাকুর এই ডালপুরি বানাতে শুরু করেন। তার ডালপুরির প্রশংসা ছড়িয়ে রয়েছে গোটা ডুয়ার্স জুড়ে।

advertisement

আরও পড়ুন: লটারি নিয়ে সুখবর…! সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ ‘সিদ্ধান্ত’, রাজ্যে রাজ্যে এল বিরাট আপডেট

বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে এখানকার ডালপুরি খেয়ে যান। সকাল আটটা থেকে শুরু করে দশটার মধ্যেই এই ডালপুরি পাওয়া যায়। মুহূর্তেই এই ডালপুরি শেষ হয়ে যায়। পরমেশ ঠাকুর জানান, “ডালপুরি খেতে হলে সকাল সকাল আসতে হবে। প্রতিদিন ভাল তেল ব্যবহার করে এই ডালপুরি তৈরি করা হয়। পুরোনো জিনিস আমরা ব্যবহার করি না।”

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: ডুয়ার্স ঘুরতে যাচ্ছেন? অবশ‍্যই দাঁড়িয়ে খেয়ে দেখুন এই দোকানের ডালপুরি, 'টেস্ট' ভুলতে পারবেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল