মাঘ মাসের শুক্লপক্ষে এই উৎসব পালিত হয়।দেব-দেবীদের স্বাগত জানাতে ঘরবাড়ি এবং আশেপাশের এলাকা পরিষ্কার করেন তামাং জনজাতির মানুষেরা।আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে শিশু থেকে বয়স্ক সকলেই অংশগ্রহণ করেন। একে অপরকে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করা হয়। তামাং জনজাতির মানুষেরা ঐতিহ্যবাহী পোশাক এবং গয়না পরেন উৎসব চলাকালীন। উৎসবে নৃত্যের জন্য তামাং সেলো এবং ডাম্ফু বাজানো হয়।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
তামাং দের এই বছরগুলি ১২টি ভিন্ন প্রাণীর সঙ্গে সম্পর্কিত – ইঁদুর, ষাঁড়, বাঘ, খরগোশ, ঈগল, সাপ, ঘোড়া, ছাগল,ভেড়া, বানর, মোরগ, কুকুর এবং শূকর। পূর্বে ফসল কাটার পরে এই উৎসব পালিত হত।কালচিনি ব্লকে তামাং জনজাতির মানুষদের পক্ষ থেকে এই উৎসব পালন হচ্ছে। কালচিনির বক্সা মাঠে চলছে উৎসব। নাচে, গানে উজ্জ্বল হচ্ছে সন্ধ্যাবেলা। পাশাপাশি তামাং সম্প্রদায়ের সংস্কৃতি তুলে ধরার জন্য স্টল বসানো হয়েছে। রাখা হয়েছে নানা খাবার।
Annanya Dey