TRENDING:

Alipurduar News: টালমাটাল অবস্থা...! প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল, হ‍্যামিল্টনগঞ্জ স্কুলে বিজ্ঞান বিভাগে রইল না কেউ, এবার কী হবে?

Last Updated:

Alipurduar News: শিক্ষকদের চাকরি যাওয়ায় বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে পঠনপাঠন চালানো নিয়ে বিপাকে পড়েছে কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ হাইস্কুল কতৃপক্ষ। সুপ্রিমকোর্টের রায়ে চাকরি হারিয়েছেন এই বিদ্যালয়ের ছয় জন শিক্ষক ও দু'জন শিক্ষা কর্মী। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: শিক্ষকদের চাকরি যাওয়ায় বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে পঠনপাঠন চালানো নিয়ে বিপাকে পড়েছে কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ হাইস্কুল কতৃপক্ষ। সুপ্রিমকোর্টের রায়ে চাকরি হারিয়েছেন এই বিদ্যালয়ের ছয় জন শিক্ষক ও দু’জন শিক্ষা কর্মী।
advertisement

চাকরি হারানো ছয়জন শিক্ষকের মধ্যে তিনজনই ছিলেন উচ্চ মাধ্যমিকের রসায়ন, অঙ্ক এবং জীববিজ্ঞানের শিক্ষক ছিলেন।উচ্চমাধ্যমিক পর্যায়ের বিজ্ঞান বিভাগের এই তিন শিক্ষকের চাকরি চলে যাওয়ায় এবার বিদ্যালয়ে এই বিজ্ঞান বিভাগ চালু থাকবে কী না সেটা নিয়ে দেখা দিয়েছে সংশয়। জঙ্গল ও চা বাগান ঘেরা কালচিনি ব্লকের মত প্রত্যন্ত এলাকায় শুধুমাত্র হ্যামিল্টনগঞ্জ হাইস্কুল ও ইউনিয়ন  অ্যাকাডেমি হাইস্কুল এই দুটি বিদ্যালয়েই কলা বিভাগের পাশাপাশি রয়েছে বিজ্ঞান বিভাগও। তবে এবার সুপ্রিমকোর্টের রায়ে বিজ্ঞান বিভাগের শিক্ষক হারিয়ে চরম সমস্যায় পড়েছে হ্যামিল্টনগঞ্জ হাইস্কুল। রায়ের পর স্কুলে আসেননি সেই শিক্ষকরা। কার্যত সকল শিক্ষকদের মনভার।

advertisement

আরও পড়ুন-এপ্রিলেই আসছে ঘূর্ণিঝড়…! বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে ঝড়-বৃষ্টি-বজ্রপাতে ভাসবে দক্ষিণের একাধিক জেলা, কলকাতায় কী হবে? আবহাওয়ার বড় আপডেট দিল IMD

বিদ্যালয়ের বর্তমান পড়ুয়াদের সংখ্যা প্রায় ১ হাজার, আর ১০ জন শিক্ষক-শিক্ষিকা।তবে বিদ্যালয় তো চালাতে হবে সেই জেদেই চালিয়ে যাচ্ছেন পঠন পাঠন। এ বিষয়ে বিদ্যালয়ের এক শিক্ষক অভিষেক সরকার বলেন, “সহকর্মীদের চাকরি চলে যাওয়ায় আমরা সত্যি মর্মাহত। পূর্বে যেখানে খুব বেশি হলে পাঁচটা ক্লাস নিতে হত, সেখানে বর্তমানে নিতে হচ্ছে প্রায় ৯টা ক্লাস। এছাড়া উচ্চমাধমিক পর্যায়ে বিজ্ঞান বিভাগের শিক্ষক না থাকায় এখন সেই বিভাগের ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় পড়েছি আমরা।”

advertisement

View More

আরও পড়ুন-১৩ বছর পর রামনবমীতে দুর্লভ কাকতালীয় যোগ…! এই ছোট্ট কাজ করলেই ‘মালামাল’, দ্বিগুণের বেশি লাভ, খুলবে ভাগ্যের দরজা

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “ভারাক্রান্ত মন নিয়ে ক্লাস নিয়ে চলেছি।কী করব বিদ্যালয় তো চালাতে হবে। এমনিতেই বিদ্যালয়ে শিক্ষকের অভাব ছিল,তার মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষক চলে যাওয়ায় খুবই সমস্যায় পড়েছি আমরা। কতদিন এভাবে একপ্রকার জোড়াতালি দিয়ে পঠনপাঠন চালাতে পারব তা জানি না।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: টালমাটাল অবস্থা...! প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল, হ‍্যামিল্টনগঞ্জ স্কুলে বিজ্ঞান বিভাগে রইল না কেউ, এবার কী হবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল