আরও পড়ুনঃ ডুয়ার্সের চা বাগানে হিংস্র চিতার দাপট! হাঁস, মুরগি, ছাগল শিকার! খাঁচা পাততেই… গায়ে কাঁটা দেওয়া দৃশ্য
আলিপুরদুয়ার জেলার মাঝের ডাবরি চা বাগানে লেপার্ডের হামলায় জখম হন ওই ব্যক্তি। জানা যাচ্ছে, জখম দিনমজুরের নাম মোজাম্মেল হক। তার মাথা, হাত, নাক ও মুখ লেপার্ডের থাবায় ক্ষতবিক্ষত হয়েছে। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয়রা আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন।
advertisement
আরও পড়ুনঃ রাস্তায় দেদার সিগারেট, গুটখা খাচ্ছেন! এখনই সাবধান হন, ‘তেড়ে’ আসছে বিপদ
লেপার্ডের হামলায় আক্রান্ত দিনমজুরের বাড়ি দক্ষিন পানিয়ালগুড়ি এলাকায়। মঙ্গলবার সন্ধ্যার পর কাজ করে চা বাগানের ভিতর দিয়ে বাড়ি ফিরছিলেন মোজাম্মেল। আচমকা লেপার্ড চা বাগানের ঝোপ থেকে লাফিয়ে তার ঘাড়ে থাবা বসায়। কোনরকমে প্রাণরক্ষা পেয়েছে তাঁর। এক প্রকার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন মোজাম্মেল। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে বনকর্মী ও পুলিশ পৌঁছেছে।