ডুয়ার্সের চা বাগানে হিংস্র চিতার দাপট! হাঁস, মুরগি, ছাগল শিকার! খাঁচা পাততেই... গায়ে কাঁটা দেওয়া দৃশ্য

Last Updated:

Leopard Terror: চিতার ত্রাসে বাড়ি থেকে বের হওয়া দুষ্কর হয়ে উঠেছিল। পোষ্য জীবজন্তুদেরও বাড়ির বাইরে রাখা যাচ্ছিল না। বাঘের আতঙ্কে কাঁটা হয়ে ছিল বীরপাড়ার এলাকার মানুষকজন।

আলিপুরদুয়ারের বীরপাড়ার গেরগান্ডা চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ
আলিপুরদুয়ারের বীরপাড়ার গেরগান্ডা চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ
বীরপাড়া, আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: আলিপুরদুয়ায়ের ডুয়ার্স এলাকার চা বাগানে দাপিয়ে বেড়াচ্ছিল মস্ত চিতাবাঘ। এলাকার বেশ কিছু হাঁস, মুরগি, শুকর, বিড়াল, ছাগল শিকার করে খাচ্ছিল। চিতার ত্রাসে বাড়ি থেকে বের হওয়া দুষ্কর হয়ে উঠেছিল। পোষ্য জীবজন্তুদেরও বাড়ির বাইরে রাখা যাচ্ছিল না। বাঘের আতঙ্কে কাঁটা হয়ে ছিল বীরপাড়ার এলাকার মানুষকজন। বাধ্য হয়ে তাঁরা বনদফতরের দারস্থ হন।
আরও পড়ুনঃ শুঁটকির ব্যবসায় বড়সড় ধস! কোটি কোটি টাকার লোকসান! পুজোর মুখে মাছের বাজারে কেন এমন অস্থিরতা?
স্থানীয় বাসিন্দাদের আতঙ্কমুক্ত করতে পদক্ষেপ নেয় বনদফতর। বাঘ ধরতে পাতা হল খাঁচা। আর সেই খাঁচাতেই অবশেষে বন্দি হল চিতা। মঙ্গলবার সকালে বীরপাড়ার গেরগান্ডা চা বাগানে খাঁচাবন্দি হয় চিতাবাঘটি। তবে চিতাটিকে খাঁচায় আটকে রাখা যাচ্ছিল না। হিংস্র স্ত্রী চিতা বন্ধ খাঁচার মধ্যে তাণ্ডব করছিল। খাঁচাবন্দি বাঘ দেখছে ছুটে আসেন বহু লোকজন। ভিড় দেখে আরও বিরক্ত হয় চিতা। খাঁচার মধ্যে থেকে তুমুল জোরে তর্জন গর্জন শুরু করে সে। গায়ে কাঁটা দেওয়া দৃশ্য।
advertisement
আরও পড়ুনঃ  ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার! ওড়িশার স্টেশনে হামলার শিকার বাংলার যুবক, ছুটে এল GRP, বাংলাভাষী হওয়ায় জুটল মার
বনকর্মী সূত্রে খবর, খাঁচাবন্দি বাঘটি একটি পূর্ণ বয়স্ক স্ত্রী চিতা। ধরা পড়ার পর বাঘটিকে প্রাথমিক চিকিৎসার জন্যে নিয়ে আসা হয়। এরপর জলদাপাড়া জাতীয় উদ্যানের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে চিতাটিকে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ডুয়ার্সের চা বাগানে হিংস্র চিতার দাপট! হাঁস, মুরগি, ছাগল শিকার! খাঁচা পাততেই... গায়ে কাঁটা দেওয়া দৃশ্য
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement