Gutka and Cigarette: রাস্তায় দেদার সিগারেট, গুটখা খাচ্ছেন! এখনই সাবধান হন, 'তেড়ে' আসছে বিপদ

Last Updated:

Gutka and Cigarette: প্রকাশ্যে ধূমপান বা গুটখা খাওয়া তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নিষিদ্ধ। এই আইন লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা পর্যন্ত হতে পারে।

Gutka and Cigarette: প্রকাশ্যে ধূমপান বা গুটখা খেলে দিতে হবে জরিমানা
Gutka and Cigarette: প্রকাশ্যে ধূমপান বা গুটখা খেলে দিতে হবে জরিমানা
শিলিগুড়ি পার্থ প্রতিম সরকার: শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকজাতীয় সামগ্রী বিক্রি করা যাবে না। প্রকাশ্যে ধূমপান বা গুটখা খাওয়া চলবে না। আদৌ কি এই নিয়ম মেনে চলছে শহরবাসী? আর তা যাচাই করতেই মঙ্গলবার আচমকা অভিযান চলল শিলিগুড়িতে।
আরও পড়ুনঃ প্রায় ২০ বছর ধরে বন্ধ রেল যোগাযোগ! শিক্ষা, চিকিৎসা, বাণিজ্য সবই থমকে! ‘বীরের দেশে’ থেকেও তাঁরা যেন বিচ্ছিন্ন
শিলিগুড়ি জংশন এবং প্রধাননগর এলাকায় যৌথভাবে অভিযানে নামে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং স্বাস্থ্য কর্তারা। অভিযানে নেমে রীতিমতো ধরা পড়ল উলটো ছবি! প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে সে সবই। প্রকাশ্যে ধূমপান বা গুটখা খাওয়া তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নিষিদ্ধ। এই আইন লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা পর্যন্ত হতে পারে। এদিন শিলিগুড়িতে অভিযান চালিয়ে ১৫ জনকে আর্থিক জরিমানা করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ সোনা, রুপো কিংবা অক্সিডাইজড নয়! এবারের পুজোয় বাজার কাঁপাচ্ছে ‘এই’ গয়না, দামে কম, মানেও ভাল
তামাক নিয়ন্ত্রণ আইন ভঙ্গকারীদের অন-স্পট ফাইন দিতে দিয়েছে। অর্থাৎ ওই ১৫ জনের বিরুদ্ধে আর্থিক জরিমানা করেছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং স্বাস্থ্য কর্তারা। এদিন রাস্তায় যাদের জরিমানা করা হল তারা জানাচ্ছেন, এই আইন কিংবা নিয়ম সম্পর্কে তারা জানতেন না। তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে সকলকে অবগত করতে প্রশাসনের এমন পদক্ষেপ প্রয়োজন। তাই এই অভিযান ধারাবাহিকভাবে জারি থাকবে। এমনকি পুজার সময়েও মণ্ডপে মণ্ডপে অভিযান চালানো হবে বলে জানাচ্ছেন কর্মকর্তারা।
advertisement
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Gutka and Cigarette: রাস্তায় দেদার সিগারেট, গুটখা খাচ্ছেন! এখনই সাবধান হন, 'তেড়ে' আসছে বিপদ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement