সম্প্রতি আলিপুরদুয়ারের বারবিশায় কাঁঠাল গাছের মগডালে লেপার্ড দেখা গিয়েছিল। উদ্ধার করতে কালঘাম ছুটেছিল বন দফতরের। সেই সঙ্গেই আতঙ্কে রাতের ঘুম উড়েছিল এলাকাবাসীদের। এবার আলিপুরদুয়ার শহর লাগোয়া ভোলারডাবড়ীর ১২/১৫৫ পার্ট এলাকায় লেপার্ড আতঙ্ক ছড়াল।
advertisement
জানা যায়, স্থানীয়রা গত দু-তিন দিন ধরে ঘরের আশেপাশে অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিলেন। সেই সঙ্গেই বন্য জন্তুর পায়ের ছাপও দেখা গিয়েছিল। এরপরেই আতঙ্কে বক্সা ব্যাঘ্র প্রকল্পের দমনপুর বিটের বনকর্মীদের বিষয়টি জানান তাঁরা। খবর পেতেই বনকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। দীর্ঘক্ষণ তদারকি করার পর বন্যজন্তুর গায়ের লোম এবং মল দেখে তাঁর আগমন সম্পর্কে নিশ্চিত হন। তবে সেটা লেপার্ড নাকি অন্য কিছু, সেই বিষয়ে নিশ্চিত নন বনকর্মীরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকায় বন্যপ্রাণী সুনিশ্চিত করতে ট্র্যাপ ক্যামেরা বসিয়েছে বন দফতর। এদিকে বনাঞ্চল ছেড়ে লোকালয়ে বন্যজন্তুর আগমন নিয়ে বেজায় চিন্তিত এলাকাবাসীরা। এক এলাকাবাসীর দাবি, রাতের অন্ধকারে বন্যপ্রাণীর চোখ জ্বলজ্বল করতে দেখেছেন। এই কথা জানাজানি হতেই এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায়। যদিও বন দফতরের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, শীঘ্রই বন্য প্রাণীটি ধরা পড়বে।





