আলিপুরদুয়ার: আষাঢ়ের সন্ধেয় আলোর মালায় সেজে উঠল ফালাকাটার বালাসুন্দর গ্রামের বগরি বাড়ি বাজার। কেন জানেন? আয়োজন করা হল ব্যাঙের বিয়ের। ভাল ফসল ফলবে জমিতে এই আশায় এলাকায় গ্রামবাসীরা ব্যাঙের বিয়ের আয়োজন করেছিলেন। তার জন্য আনা হয়েছিল বাজনা। তার তালে এলাকার মহিলারা ডুডুয়া নদী থেকে বিয়ের জল ভরতে গিয়েছিলেন। বিয়ের জন্য সাজানো হয় ছাদনা তলা। পাত্র ও পাত্রীকে আনা হয়েছিল স্থানীয় পুকুর থেকে। বিয়ের সকল নিয়ম পালন করা হয়।
advertisement
গ্রামের শিশু থেকে বৃদ্ধ সকলেই এই বিয়ে দেখার জন্য হাজির হয়েছিলেন। উদ্যোক্তা মাধব চন্দ্র রায় জানান, ‘বেশ কিছু দিন থেকে বৃষ্টি না হওয়ায় কৃষকেরা ক্ষতির সম্মুখীন হয়। লৌকিক প্রথা অনুয়ায়ী ব্যাঙের বিয়ে দিলেই বৃষ্টির দেখা পাওয়া যায়। এই বিশ্বাসকে পাথেয় করে গ্রামের বাসিন্দারা মিলেই ব্যাঙের বিয়ের আয়োজন করেছি। বৃষ্টি হলে ফসল ভাল হবে, তার জন্য এই আয়োজন।’
ব্যাঙ এমন একটি প্রাণী যে জলের মধ্যে ডিম পাড়ে, ডিম ফুটে ছোট ছোট ব্যাঙাচি জন্ম নেয়, এবং তারপর সেই ব্যাঙাচি থেকে ব্যাঙের উৎপত্তি হয়ে তারা জল থেকে বেরিয়ে আসে সমতলে। এছাড়াও দেশ বিদেশের বিভিন্ন জায়গায় রয়েছে ব্যাঙের মূর্তি। শোনা গিয়েছে, অনেক জায়গাতেই পুজো করা হয় ব্যাঙকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷