গ্রামের শিশু থেকে বৃদ্ধ সকলেই এই বিয়ে দেখার জন্য হাজির হয়েছিলেন। উদ্যোক্তা মাধব চন্দ্র রায় জানান, ‘বেশ কিছু দিন থেকে বৃষ্টি না হওয়ায় কৃষকেরা ক্ষতির সম্মুখীন হয়। লৌকিক প্রথা অনুয়ায়ী ব্যাঙের বিয়ে দিলেই বৃষ্টির দেখা পাওয়া যায়। এই বিশ্বাসকে পাথেয় করে গ্রামের বাসিন্দারা মিলেই ব্যাঙের বিয়ের আয়োজন করেছি। বৃষ্টি হলে ফসল ভাল হবে, তার জন্য এই আয়োজন।’
advertisement
বিশেষজ্ঞদের মতে ব্যাঙকে ধরা হয় প্রজননের প্রতীক হিসেবে। এর কারণ জীবজগতের আবির্ভাবের সূচনাকাল থেকেই ব্যাঙের উপস্থিতি লক্ষ্য করা যায়।
ব্যাঙ এমন একটি প্রাণী যে জলের মধ্যে ডিম পাড়ে, ডিম ফুটে ছোট ছোট ব্যাঙাচি জন্ম নেয়, এবং তারপর সেই ব্যাঙাচি থেকে ব্যাঙের উৎপত্তি হয়ে তারা জল থেকে বেরিয়ে আসে সমতলে। এছাড়াও দেশ বিদেশের বিভিন্ন জায়গায় রয়েছে ব্যাঙের মূর্তি। শোনা গিয়েছে, অনেক জায়গাতেই পুজো করা হয় ব্যাঙকে।
Annanya Dey





