TRENDING:

Alipurduar News: আষাঢ়ের সন্ধ‍েয় ধুমধাম করে বসল বিয়ের আসর...! পাত্র-পাত্রী কে জানেন? দেখতে ছুটে এল দূর-দূরান্তের লোক, কারণটা কী?

Last Updated:

Alipurduar News: আষাঢ়ের সন্ধেয় আলোর মালায় সেজে উঠল ফালাকাটার বালাসুন্দর গ্রামের বগরি বাড়ি বাজার। কেন জানেন? আয়োজন করা হল ব্যাঙের বিয়ের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: আষাঢ়ের সন্ধেয় আলোর মালায় সেজে উঠল ফালাকাটার বালাসুন্দর গ্রামের বগরি বাড়ি বাজার। কেন জানেন? আয়োজন করা হল ব্যাঙের বিয়ের। ভাল ফসল ফলবে জমিতে এই আশায় এলাকায় গ্রামবাসীরা ব্যাঙের বিয়ের আয়োজন করেছিলেন। তার জন্য আনা হয়েছিল বাজনা। তার তালে এলাকার মহিলারা ডুডুয়া নদী থেকে বিয়ের জল ভরতে গিয়েছিলেন। বিয়ের জন্য সাজানো হয় ছাদনা তলা। পাত্র ও পাত্রীকে আনা হয়েছিল স্থানীয় পুকুর থেকে। বিয়ের সকল নিয়ম পালন করা হয়।
advertisement

গ্রামের শিশু থেকে বৃদ্ধ সকলেই এই বিয়ে দেখার জন্য হাজির হয়েছিলেন। উদ্যোক্তা মাধব চন্দ্র রায় জানান, ‘বেশ কিছু দিন থেকে বৃষ্টি না হওয়ায় কৃষকেরা ক্ষতির সম্মুখীন হয়। লৌকিক প্রথা অনুয়ায়ী ব্যাঙের বিয়ে দিলেই বৃষ্টির দেখা পাওয়া যায়। এই বিশ্বাসকে পাথেয় করে গ্রামের বাসিন্দারা মিলেই ব্যাঙের বিয়ের আয়োজন করেছি। বৃষ্টি হলে ফসল ভাল হবে, তার জন্য এই আয়োজন।’

advertisement

আরও পড়ুন-মাত্র ৩২-এ সব শেষ…! পচাগলা অবস্থায় উদ্ধার বিখ্যাত অভিনেত্রী, দেহ নিতে অস্বীকার করলেন বাবা, আত্মহত্যা নাকি খুন? বাড়ছে ধোঁয়াশা

বিশেষজ্ঞদের মতে ব্যাঙকে ধরা হয় প্রজননের প্রতীক হিসেবে। এর কারণ জীবজগতের আবির্ভাবের সূচনাকাল থেকেই ব্যাঙের উপস্থিতি লক্ষ্য করা যায়।

View More

আরও পড়ুন-জুলাই মাসেই বাম্পার ‘লটারি’…! সূর্যের রাজকীয় চালে ‘রাজা’ হবে ৪ রাশি, আয়-উন্নতি-টাকার ফোয়ারা, সাফল্য পায়ে চুমু খাবে

advertisement

ব্যাঙ এমন একটি প্রাণী যে জলের মধ্যে ডিম পাড়ে, ডিম ফুটে ছোট ছোট ব্যাঙাচি জন্ম নেয়, এবং তারপর সেই ব্যাঙাচি থেকে ব্যাঙের উৎপত্তি হয়ে তারা জল থেকে বেরিয়ে আসে সমতলে। এছাড়াও দেশ বিদেশের বিভিন্ন জায়গায় রয়েছে ব্যাঙের মূর্তি। শোনা গিয়েছে, অনেক জায়গাতেই পুজো করা হয় ব্যাঙকে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Annanya Dey

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: আষাঢ়ের সন্ধ‍েয় ধুমধাম করে বসল বিয়ের আসর...! পাত্র-পাত্রী কে জানেন? দেখতে ছুটে এল দূর-দূরান্তের লোক, কারণটা কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল