সেনাবাহিনীর স্টিকার লাগানো ট্রাকে করে কাঠ পাচারের ছক কষেছিল কাঠ মাফিয়ারা। কিন্তু বন দফতরের তাৎপরতায় মাঠে মারা গেল পাচারের পরিকল্পনা। মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের অধিনস্থ নর্থ রায়ডাক রেঞ্জের রেঞ্জ অফিসার শ্যামল মন্ডলের নেতৃত্বে মারাখাতা বিটের কাছে লালচাঁদ পুর এলাকায় ওঁৎ পাতেন বন কর্মীরা। কাঠ মাফিয়াদের হাতেনাতে ধরতে পুরোপুরি প্রস্তুত ছিলেন তাঁরা।
advertisement
রাত ২টো ৪০ মিনিট নাগাদ রায়ডাক চা বাগানের দিক থেকে একটি ট্রাক আসতে দেখে সেটিকে থামায় বন কর্মীরা। থামানোর পর দেখা যায় সেই ট্রাকের উইন্ডস্ক্রিনে অন ডিউটি আর্মি লেখা স্টিকার লাগানো রয়েছে। বন কর্মীরা গাড়িটি তল্লাশি করতে গেলে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় পাচারকারীরা। এদিকে ট্রাক থেকে বেরিয়ে আসে বেশ কয়েকটি বড় বড় সেগুন গাছের লগ। এরপর গাড়িটি বাজেয়াপ্ত করে রেঞ্জ অফিসে নিয়ে যায় বন দফতর।
সেনাবাহিনীর স্টিকার লাগানো ট্রাকে কাঠ পাচারের চেষ্টার ঘটনাটি নিয়ে শামুকতলা থানায় অভিযোগ দায়ের করেছে বন দফতর। বনকর্মী সূত্রে খবর, বাজেয়াপ্ত কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা।