TRENDING:

Alipurduar News: ৩ দিনে দ্বিতীয়বার! ডুয়ার্সের চা বাগানে ফের ধরা পড়ল লেপার্ড, খাঁচাবন্দি হলেও এলাকায় আতঙ্কের পরিবেশ

Last Updated:

Alipurduar News: তিন দিন আগেই এই চা বাগানে একটি লেপার্ড খাঁচাবন্দি করা হয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই ফের দেখা গেল একই ছবি। এখানে আরও লেপার্ড রয়েছে বলে দাবি স্থানীয়দের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকারঃ উত্তরবঙ্গ থেকে মাঝেমধ্যেই লেপার্ড হানার খবর সামনে আসে। সেই হামলায় জখম হন বহু মানুষ। সেই সঙ্গেই লেপার্ড খাঁচাবন্দি হওয়ার খবরও জানা যায়। এবার যেমন আলিপুরদুয়ারে একটি লেপার্ড খাঁচাবন্দি করা হল।
লেপার্ড | প্রতীকী ছবি
লেপার্ড | প্রতীকী ছবি
advertisement

ডুয়ার্সের ডিমডিমা চা বাগানে ঘটনাটি ঘটেছে। সেখানে ফের একটি লেপার্ড খাঁচাবন্দি করা হল। তিন দিন আগেই এখানে একটি লেপার্ড খাঁচাবন্দি করা হয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই ফের দেখা গেল একই ছবি।

আরও পড়ুনঃ একবার ঢুকলে বেরোতে মন চাইবে না! রেলশহরে জমজমাট তিব্বত মার্কেট, সুলভ দামে নিত্যনতুন উইন্টার কালেকশন

advertisement

একটি লেপার্ড খাঁচাবন্দি হতে না হতেই আরও একটি লেপার্ড ধরা পড়ায় আতঙ্ক ছড়িয়েছে। জানা যাচ্ছে, এলাকার বেশ কিছু হাঁস, মুরগি, ছাগল, বাছুর সাবাড় করেছে লেপার্ড। এই ডিমডিমা চা বাগানে আরও লেপার্ড আছে বলে দাবি স্থানীয়দের। ফলে দু’টি লেপার্ড খাঁচাবন্দি হলেও আতঙ্ক কাটেনি।

সেরা ভিডিও

আরও দেখুন
জাল ফেলে সহজেই ধরা যায় মাছ, হিমশিম খেতে হয় কাঁকড়ায়!পুরো প্রক্রিয়ায় সময় লাগে বেশ কয়েক ঘণ্টা
আরও দেখুন

উত্তরবঙ্গে মাঝেমধ্যেই লেপার্ড খাঁচাবন্দি হওয়ার খবর প্রকাশ্যে আসে। দিন তিনেক আগেই ডুয়ার্সের ডিমডিমা চা বাগানে একটি লেপার্ড খাঁচাবন্দি করা হয়েছিল। সেই রেশ এখনও টাটকা। এর মধ্যে ধরা পড়ল আরও এক। ওই একই জায়গা থেকে ফের একটি লেপার্ড খাঁচাবন্দি করা হল। এর জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, শুধু এই দু’টি নয়, ডুয়ার্সের এই চা বাগানে আরও লেপার্ড রয়েছে। এলাকার বেশ কিছু হাঁস, মুরগি, ছাগল, বাছুর লেপার্ড সাবাড় করেছে বলে জানা গিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: ৩ দিনে দ্বিতীয়বার! ডুয়ার্সের চা বাগানে ফের ধরা পড়ল লেপার্ড, খাঁচাবন্দি হলেও এলাকায় আতঙ্কের পরিবেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল