উল্লেখ্য, রাজ্যে এই প্রথমবার গোল্ড টি তৈরি করল কোনও চাবাগান। মাঝের ডাবরি চা বাগান কর্তৃপক্ষ মূলত দুই ধরনের গোল্ড টি বাজারে এনেছে। একটি হল রোজ গোল্ড টি এবং দ্বিতীয়টি হল মিদাস গোল্ড টি। গোলাপের পাপড়ি সহযোগে যে গোল্ড টি আনা হয়েছে, সেটি হল রোজ গোল্ড টি। আর অর্থডক্স চায়ের সঙ্গে ভোজ্য সোনার গুড়ো দিয়ে তৈরি চায়ের নাম মিদাস গোল্ড টি।
advertisement
আরও পড়ুন : শিল্পীদের রুদ্রতাণ্ডব…! ছৌঁ নাচ দেখলেও কালিকাপাতাড়ি সম্পর্কে ক’জন জানেন?
দুই ধরনের চায়ের দামই এক লক্ষ টাকা কেজি। তবে ১০ গ্রাম থেকে কেজি সব মাপেই ক্রেতারা এই চা কিনতে পারবেন। এর আগে ফুল মুনলাউট টি, ব্লু টি সহ ৪২ রকমের চা তৈরি করেছে মাঝের ডাবরি চা বাগান কর্তৃপক্ষ। চায়ের জগতে মাঝের ডাবরির নতুন সংযোজন গোল্ড টি।
আরও পড়ুন : কখনও আটকে দিচ্ছে গাড়ি, কখনও ঘুরছে চা বাগানে! গজরাজদের কাণ্ড দেখুন
এদিন সাংবাদিক সম্মেলন করে নতুন চা বাজারজাত করার কথা ঘোষনা করেন মাঝের ডাবরি চা বাগানের ম্যানেজার চিন্ময় ধর। তবে আলিপুরদুয়ারের এই চা পাড়ি দিচ্ছে দুবাইতে। সেখানে ট্রেড ফেয়ারে যাচ্ছে এই চা। জানিয়েছে মাঝের ডাবরি চা বাগান কর্তৃপক্ষ।
আরও পড়ুন : নিকাশি ব্যবস্থায় বাধা, বড় ক্ষতির মুখে চাষিরা! কয়েকশো একর জমির ফসল নষ্ট
ভোজ্য সোনার গুড়ো উচ্চ গুনমান সম্পন্ন চাপাতার সঙ্গে মিশিয়ে তৈরি হচ্ছে এই গোল্ড টি। তবে সবটাই নিজে করছে মাঝের ডাবরি চা বাগান কর্তৃপক্ষ। মাঝের ডাবরি চা বাগান কর্তৃপক্ষের বিভিন্ন স্টলে মিলবে এই চা। চাইলে আলিপুরদুয়ারে বক্সা টাইগার রিজার্ভ জঙ্গল লাগোয়া মাঝের ডাবরি টি লাউঞ্চে কাপেও মিলবে এই চা। কিন্তু এক কাপ গোল্ড টি-এর দাম কত পড়বে, তা এখনও ঠিক করে নি মাঝের ডাবরি চা বাগান কর্তৃপক্ষ।
