কখনও আটকে দিচ্ছে গাড়ি, কখনও ঘুরছে চা বাগানে! গজরাজদের কাণ্ড দেখুন

Last Updated:

ছোট বড় মিলে আটটি হাতি ছিল দলটিতে। হাসিমারা সংলগ্ন এশিয়ান হাইওয়েতে দাঁড়িয়ে পড়ে কয়েকশো গাড়ি।

+
প্রতিকী

প্রতিকী ছবি।

কালচিনি, অনন্যা দে: সকাল সকাল এশিয়ান হাইওয়েতে দাঁড়িয়ে পড়ল গাড়ি। কেন? জানলে আপনি হা হয়ে যাবেন। এশিয়ান হাইওয়ে দিয়ে ঘুরছিল আটটি হাতির একটি দল। পরবর্তীতে হাতিগুলি প্রবেশ করে সংলগ্ন এক চা বাগানে। এর আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন দেখা গিয়েছিল এমন এক দৃশ্য।
এশিয়ান হাইওয়ের এই রাস্তা দিয়ে ঘুরছিল হাতির দল। তারপর আর এই রাস্তায় দেখা মেলেনি হাতির। এদিন সকালে ফের হাতির দলের দেখা মেলে এই রাস্তায়। ছোট বড় মিলে আটটি হাতি ছিল দলটিতে। হাসিমারা সংলগ্ন এশিয়ান হাইওয়েতে দাঁড়িয়ে পড়ে কয়েকশ গাড়ি। হাতি গুলি রাস্তা পাড় না হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলেন গাড়ির চালকরা।
advertisement
advertisement
অনেকে আবার গাড়ি থেকে নেমে গিয়ে ছবি তুলতে থাকেন হাতির। প্রায় ২০ মিনিট পর এশিয়ান হাইওয়ে ছেড়ে হাতির দল প্রবেশ করে বিচ চা বাগানে। বর্তমানে চা বাগানের কাজ বন্ধ রয়েছে। দাপিয়ে বেড়াচ্ছে বুনো হাতির দল। আবারও আধ ঘন্টা পর বুনো হাতির দল বিচ চা বাগানে  থেকে এশিয়ান হাইওয়ে সড়কে চলে আসে এবং সড়ক পারাপার করে ভার্ণাবাড়ি চা বাগানে চলে যায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরবর্তীতে বুনো হাতির দল ভার্নাবাড়ি চা বাগানে দাপিয়ে বেড়ায়। এই চা বাগানেও কাজ বন্ধ হয়ে রয়েছে। ঘটনাস্থলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা পৌছায়। তারা বুনো হাতির দলকে জঙ্গলে পাঠানোর চেষ্টা চালাচ্ছে।অযথা পথচারীদের ভিড় করতে বারণ করছেন বনকর্মীরা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
কখনও আটকে দিচ্ছে গাড়ি, কখনও ঘুরছে চা বাগানে! গজরাজদের কাণ্ড দেখুন
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement