জেলা স্বাস্থ্য দফতর এবং ফালাকাটা পুলিশের যৌথ উদ্যোগে মঙ্গলবার ফালাকাটার বিভিন্ন খাবারের দোকান, মিষ্টির দোকান, হোটেল, রেস্তোরাঁ ও নেশাজাত দ্রব্য বিক্রয়ের দোকানে অভিযান চলল। ফালাকাটার কয়েকটি হোটেল ও নামকরা রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ক্ষতিকর খাবারের রঙ, রান্না করা বিভিন্ন খাদ্যদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। যা আধিকারিকরা নষ্ট করে দিয়েছেন। এর পাশাপাশি দোকান মালিকদের সতর্ক করে দেওয়া হয়েছে।
advertisement
প্রকাশ্য দিবালোকে ধূমপান করার জন্য একজনকে জরিমানাও করা হয় এদিন। ফালাকাটা সরকারি বাসস্ট্যান্ডের উলটো দিকে পান-গুটকা নেশা জাত দ্রব্যের একটি দোকানে তল্লাশি করতে গেলে দোকান মালিক দোকান ছেড়ে পালিয়ে যান।
আরও পড়ুনঃ প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে মালদহের দুই ‘সু-কন্যা’! জোড়া সাফল্যে গর্বে বুক চওড়া জেলাবাসীর
জেলা স্বাস্থ্য দফতরের টোবাকো কন্ট্রোল অফিসার সঞ্জীব কুমার সরকার বলেন, “ফুট সেফটি এবং গুটকা এই দুটি বিষয়ের উপর আজকে অভিযান করা হল। আজকে বিভিন্ন খাবার দোকান এবং সমস্ত গুটকা ব্যবসায়ীদের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আমাদের এই অভিযান নিয়মিত চলবে।”
