TRENDING:

Corn Cultivation: লাভের আশায় করেছিলেন ভুট্টা চাষ! ফসল উঠতেই যা দেখলেন চাষিরা, রীতিমত মাথায় হাত

Last Updated:

Corn Cultivation: ভুট্টা চাষে লাভের মুখ দেখতে গিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। ফসল উঠতেই রীতিমত মাথায় হাত পড়েছে তাদের। এখন কি করবেন খুঁজে পাচ্ছেন না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: ভুট্টা চাষে লোকসানের মুখ দেখলেন বিপাকে নরসিংপুর এলাকার কৃষকরা। আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে অধিকাংশ ভুট্টা মাঠে নষ্ট হয়েছে। যা বেঁচেছে তা বাজারে বিক্রি করে লাভ মিলছে না বলে দাবি।
advertisement

আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের ধনীরামপুর এক নং অঞ্চলের নরসিংপুর এলাকার ভুট্টা চাষিরা এই মরসুমে চাষে লাভের মুখ দেখতে না পেয়ে চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন। উৎপাদন খরচ বেড়ে যাওয়া ও বাজারমূল্য কমে যাওয়ায় কৃষকেরা আর্থিক সঙ্কটে পড়েছেন বলে জানান তারা। পাশাপাশি রয়েছে আবহাওয়ার খামখেয়ালিপনা। কখনও কড়া রোদ আবার কখনও ঝমঝমিয়ে বৃষ্টি। যার ফলে ভুট্টা গাছ নষ্ট হয়েছে জমিতেই।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

স্থানীয় কৃষক বাবলু মিয়া জানান, “ভুট্টা চাষে প্রচুর পরিমাণে রাসায়নিক সার প্রয়োজন হয়। বর্তমানে সারের দাম ব্যাপক হারে বেড়ে যাওয়ায় আমাদের মত সাধারণ কৃষকের পক্ষে তা বহন করা কঠিন হয়ে পড়েছে। দিনমজুরের হাজিরাও অনেক বেড়ে গেছে। সব মিলিয়ে খরচে লাভ তো দূরের কথা, মূলধনটাই ওঠেনি।” কৃষকদের পক্ষ থেকে আরও জানা যায়, বর্তমানে বাজারে ভুট্টার দাম কমে গিয়েছে। তাতে লাভের কোন আশা নেই। অথচ কয়েক মাস ধরে ভুট্টা চাষের পেছনে তারা কম কষ্ট করেননি।

advertisement

আরও পড়ুন: মাথা খারাপ করা গরমে মাত্র দু’দিন ছুটি, মিলবে কি সমাধান! এবার সামনে এল শিক্ষক-শিক্ষিকাদের নয়া দাবি, যা বলছেন অভিভাবকরা

উল্লেখ্য, ফালাকাটা ব্লকের এই অঞ্চলটি মূলত ভুট্টা চাষের জন্য পরিচিত হলেও, এবারে ভুট্টা চাষ মুখ থুবড়ে পড়েছে। বিকল্প চাষের কথা ভাবছেন কৃষকরা।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Annanya Dey

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Corn Cultivation: লাভের আশায় করেছিলেন ভুট্টা চাষ! ফসল উঠতেই যা দেখলেন চাষিরা, রীতিমত মাথায় হাত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল