একটি বুনো হাতির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ার জেলার চুয়াপাড়া গ্ৰাম পঞ্চায়েতের দলবদল বস্তি সংলগ্ন এলাকায়। এদিন সকালে ঘুম থেকে উঠে গ্ৰামবাসীরা দেখেন গ্ৰামের সীমানা এলাকায় পানা নদীর পাশে একটি হাতি পড়ে আছে। অনেক সাহস নিয়ে সামনে গিয়ে তারা দেখেন হাতিটির মৃত্যু হয়েছে। সঙ্গে সঙ্গে তারা বন দফতরে খবর দেন। ঘটনাস্থলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মী ও আধিকারিক পৌঁছয়।
advertisement
আলিপুরদুয়ার বন দফতর সূত্রে জানা যায়, এটি একটি মাদি হাতি এবং মৃত। তবে ইলেকট্রিক শক খেয়ে হাতিটির মৃত্যু হয়নি বলে মনে করছেন তারা। কীভাবে মৃত্যু হল হাতিটির, সেই পুরো ঘটনা খতিয়ে দেখছে বনদফতরের কর্মীরা। জানা গিয়েছে, হাতিটিকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে গিয়ে ময়নাতদন্ত করা হবে। রিপোর্ট এলে বোঝা যাবে মৃত্যুর কারণ। তবে কেউ যদি এই ঘটনার সঙ্গে জড়িত থাকে তাহলে তাঁকে ছেড়ে কথা বলবে না বন দফতর।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকার বাসিন্দা বুধু মুন্ডা জানান, “প্রথমে ভেবেছিলাম কোনও হাতি শুয়ে আছে। ভয় লাগছিল যেতে। এরপর সবাইকে ডাক দেই। হাতিটির কোনও নড়চড় না দেখে এগিয়ে গিয়ে দেখি হাতিটি মরে পড়ে আছে। এরকম ঘটনা কোনও দিন দেখিনি এলাকায়। এখন অন্যান্য হাতির তান্ডব না শুরু হয়।”
Annanya Dey