আলিপুরদুয়ার-১ ব্লকের উত্তর কামসিংবাসীর পরিস্থিতি নিতান্তই সঙ্গীন হয়ে উঠেছে। মিনি টর্নেডোর পর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা। এই অগ্নিকাণ্ডে ফলে ভস্মীভূত হয়েছে গ্রামের চারটি বাড়ি। বুধবার সকালে উত্তর কামসিং এলাকায় চারটি বাড়িতে আগুন লেগে যায়। এই আগুন লাগার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ক্ষতি হয় বাসিন্দাদের গবাদি পশু সহ আসবাব পত্রের। এছাড়াও ভোটার, আধার, রেশন কার্ড সহ প্রায় সব নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় চিন্তিত তাঁরা।
advertisement
আরও পড়ুন: এই দেবীর পুজোর দিন বাড়িতে উনুন জ্বালতে নেই, গ্রামের সকলে পান্তা খেয়ে থাকেন
এদিন সকালে এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুমন কাঞ্জিলাল। উল্লেখ্য, মিনি টর্নেডোতে এই উত্তর কামসিং এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছিল। এখনও সবটা গুছিয়ে উঠতে পারেননি এলাকাবাসীরা। সুপারি বাগান, ভুট্টা ক্ষেত নষ্ট হয়েছে। গাছ পড়ে রাস্তায় চলাচল করা যাচ্ছে না। অনেক বাসিন্দার বাড়ির টিন নেই। ঝড়ের পর এই ঘটনায় মুষড়ে পড়েছেন তাঁরা। এরই মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা সেই বিপদের মাত্রা আরও বাড়িয়ে দিল।
অনন্যা দে