বৈঠকে শিক্ষা দফতর, বন দফতর, পুলিশ, পূর্ত দফতর সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকের পর জেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালন কমিটির যুগ্ম আহ্বায়ক ভাষ্কর মজুমদার বলেন, “এবার বর্ষা কিছুটা পিছিয়ে। আর সেই কারণে সেপ্টেম্বর মাসেও বর্ষা বৃষ্টি থাকতে পারে। তিন নদী একাধিকবার পাড় হয়ে প্রত্যন্ত টোটোপাড়াতে পৌঁছতে হয়। সেই কারণে মাদারিহাটে টোটোপাড়ার ছাত্রছাত্রীদের রেখে ওই সময় পরীক্ষা সম্পূর্ণ করানোর কথা উঠেছে। তবে এই বিষয়ে চূড়ান্ত কিছু এখনও সিদ্ধান্ত হয় নি। তবে আমরা সব দিক বিবেচনায় রাখছি।”
advertisement
আরও পড়ুন: রাতভর তুমুল বৃষ্টি, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৫০ বাড়ি! কোথায় ঘটল এমন ভয়ঙ্কর ঘটনা? জানুন
জানা গিয়েছে, আলিপুরদুয়ারের জেলায় কিছু বিদ্যালয়ে জল জমার সমস্যা রয়েছে। এছাড়া বর্ষার সময়ে কিছু স্কুলে সাপের উপদ্রবের সমস্যাও হতে পারে। এদিন বৈঠকে সাপ উপদ্রবের খবর পাওয়া মাত্র স্কুল থেকে সাপ ধরার নির্দেশ দিয়েছেন জেলা শাসক আর বিমলা। বন দফতরকে এই নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: কলকাতার কাছেই আরেক ‘তারাপীঠ’! জমে ওঠে কৌশিকী অমাবস্যায়, নিরিবিলিতে মা তারার আরাধনার বিরাট সুযোগ
প্রশাসনের তরফে নতুন এই যে পরিকল্পনার কথা ভাবা হচ্ছে সেই পরিকল্পনা অনুযায়ী, পরীক্ষার্থীদের থাকা-খাওয়া থেকে শুরু করে সমস্ত কিছুর বন্দোবস্ত করবে প্রশাসন। স্বাভাবিকভাবেই পরীক্ষার সময় যাতে কোনওরকম ব্যাঘাত না ঘটে তার জন্য এমন ব্যবস্থাপনা অনেকটাই উপকারে আসবে গ্রাম্য এলাকার পরীক্ষার্থীদের বলেই মনে করছেন শিক্ষক মহলের বড় অংশ।