TRENDING:

Flood Situation: টিনের নৌকায় পাট বোঝাই করে ফিরছিলেন দুই ভাই, বন্যা কবলিত এলাকায় নৌকা উল্টে নিখোঁজ

Last Updated:

Flood Situation: বৃষ্টির সময় বন্যার জলে উল্টে যায় নৌকা, নিখোচ হয়ে যায় দুই ভাই, এখনও পর্যন্ত খোঁজ মেলেনি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: চারিদিকে বন্যার জল থৈই থৈই করছে। তারি মাঝে প্রচন্ড বৃষ্টির মধ্যে ছোট নৌকায় পাট বোঝায় করে বাড়ি ফিরছিল দুই ভাই। হঠাৎ দমকা হাওয়া শুরু হয়। বন্যার জলে উল্টে যায় ছোট নৌকা। সঙ্গে তলিয়ে যায় দুই ভাই। ভয়ানক বন্যা পরিস্থিতির মধ্যে এমনই এক দুর্ঘটনা ঘটল মালদহের ভুতনি বন্যা কবলিত এলাকায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করার পরেও কোন খোঁজ মেলেনি দুই ভাইয়ের। পরে ঘটনাস্থলে নামানো হয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের। ঘটনাস্থলে স্পিড বোট নামিয়ে চলে খোঁজাখুঁজি। এদিন সন্ধ্যা পর্যন্ত খোঁজ মেলেনি দুই ভাইয়ের। ঘটনাকে ঘিরে এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহের ভুতনি শংকরটোলা এলাকায়।
স্পিড বোর্ডে চলছে তল্লাশি
স্পিড বোর্ডে চলছে তল্লাশি
advertisement

আরও পড়ুন: হাসপাতালে পুলিশ কিয়স্ক খুঁজে পেতে নাজেহাল, দেখুন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ দুই ভাইয়ের নাম পরিমল মন্ডল (২২) ও বঙ্কিম মন্ডল(১৮)। সম্পর্কে দুই ভাই। ভুতনি থানার শঙ্করটোলা এলাকার বাসিন্দা। এদিন দুই ভাই বাঁধের ওপর পাট ছাড়ানোর কাজ করছিল। বিকেল নাগাদ টিমের নৌকায় পাঠ বোঝাই করে বাড়ি ফিরছিল। প্লাবিত এলাকায় টিনের নৌকা উল্টে যায় এবং দুজনই তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দার নিখিল মন্ডল বলেন, দুই ভাই টিনের নৌকায় করে পাট নিয়ে আসছিল। দিনভর তারা বাঁধের উপর পাট ছাড়ানোর কাজ করছিল। নৌকায় বাড়ি ফেরার সময় বৃষ্টির সঙ্গে হাওয়া ওঠে। সেই সময় উল্টে যায় নৌকা। এখনও পর্যন্ত দুই ভাইয়ের খোঁজ পাওয়া যায়নি।

advertisement

খবর পেয়ে তরীঘড়ি বিপর্যয় মোকাবেলা দফতরের কর্মীরা খোঁজাখুঁজির কাজ শুরু করেছে। স্পিডবোর্ড নামিয়ে জোরদার খোঁজাখুঁজি চালানো হলেও এখনও তাদের কোন খোঁজ পাওয়া যায়নি। ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
স্বাধীনতা আন্দোলনের গোপন ঘাঁটি ছিল এই কালীমন্দির! দেখে আসুন নিজের চোখেই
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Flood Situation: টিনের নৌকায় পাট বোঝাই করে ফিরছিলেন দুই ভাই, বন্যা কবলিত এলাকায় নৌকা উল্টে নিখোঁজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল