TRENDING:

Aedenovirus: এবারে উত্তরবঙ্গেই অ্যাডিনো টেস্ট, আতঙ্কিত না হওয়ারই পরামর্শ মেয়রের 

Last Updated:

অ্যাডিনো ভাইরাস সংক্রমণে মৃত্যুও হয়েছে বেশ কয়েকটি শিশুর। রাজ্যের অন্য জেলাতেও একই উপসর্গ নিয়ে শিশুদের মৃত্যু হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: দুশ্চিন্তার কালো মেঘ সরল। এবারে উত্তরেও মিলবে অ্যাডিনোর উত্তর। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যেই শুরু হয়ে যাবে অ্যাডিনো ভাইরাসের পরীক্ষা।
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ল্যাবেই হবে অ্যাডিনো ভাইরাস নির্ণয়ের পরীক্ষা। কিট আসছে শীঘ্রই। টেন্ডার ডাকার প্রক্রিয়াও চলছে। সেই সঙ্গে দূর হল আশঙ্কা। আজ  উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, সুপার সহ স্বাস্থ্য কর্তাদের নিয়ে জরুরি বৈঠকের পর একথা ঘোষণা করেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব। স্বাভাবিকভাবেই স্বস্তিতে উত্তরবঙ্গের শিশুদের অভিভাবকেরা।

advertisement

আরও পড়ুন: হুহু করে ছড়াচ্ছে অ্যাডিনোভাইরাস! মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ৪ শিশুর মৃত্যু কলকাতায়

কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় শিশুরা শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চিকিৎসাধীন। জ্বর, গলা ব্যথা, সর্দি এবং কাশি মূলত অ্যাডিনোর লক্ষণ। একমাত্র কলকাতাতেই এই পরীক্ষা হচ্ছে। তাই রাজ্যের অন্য সব জেলায় শিশুরা অ্যাডিনোয় আক্রান্ত কি না, তা পরিষ্কার হয়নি। একমাত্র কলকাতায় নিয়ে গেলেই এই রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছে।

advertisement

অ্যাডিনো ভাইরাস সংক্রমণে মৃত্যুও হয়েছে বেশ কয়েকটি শিশুর। রাজ্যের অন্য জেলাতেও একই উপসর্গ নিয়ে শিশুদের মৃত্যু হয়েছে। কিন্তু তা অ্যাডিনোয় কি না, জানা যায়নি। কেননা জেলায় অ্যাডিনো পরীক্ষার ব্যবস্থা নেই। কলকাতার বাইরে কেন জেলায় জেলায় টেস্ট হবে না? প্রশ্ন তুলেছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। দ্রুত তা চালু করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এক পাতার চিঠিও পাঠিয়েছিলেন বিধায়ক। তার দু'দিন পর মিলল সবুজ সংকেত।

advertisement

আরও পড়ুন: অ্যাডিনোভাইরাস! বাড়ছে আতঙ্ক! দুই শিশুর মৃত্যু বর্ধমান মেডিক্যালে, উপসর্গ নিয়ে ভর্তি ৯৯ শিশু!

আজ শিলিগুড়ির মেয়র আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণাও করেন। মেয়র আরও জানান, এখনও উত্তরে অ্যাডিনোর লক্ষণ ধরা পড়েনি। সম্প্রতি আক্রান্ত যে শিশুর মৃত্যু হয়েছে মেডিক্যালে তার মধ্যে এডিনোর উপসর্গ ছিল না। শিশুটি জন্ম থেকেই ভুগছিল। তবে অ্যাডিনোর মোকাবিলায় সব রকমেরই ব্যবস্থা রয়েছে মেডিক্যালেই বলে জানান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। এই মুহূর্তে মেডিক্যালে এ আর আইয়ে সংক্রমিত ৩২ জন শিশুর চিকিৎসা চলছে। একটি বিশেষজ্ঞ টিমও গড়া হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তিনি জানান, কোভিডের সময়ে যে সব গাইডলাইন মানা হয়েছিল, সেগুলি আবার মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Aedenovirus: এবারে উত্তরবঙ্গেই অ্যাডিনো টেস্ট, আতঙ্কিত না হওয়ারই পরামর্শ মেয়রের 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল