জানা যায়, প্রথমেই বাড়ি তৈরীর সময় বন দফতরের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। পরে তোয়াক্কা না করেই আবার তৈরি করা হয় বাড়িটি। শেষ পর্যন্ত সরকারিভাবে আইনি নোটিশ পাঠানো হয়। কিন্তু এই নোটিশের অমান্য করে নির্মাণ ভাঙ্গেনি ওই বাড়ির মালিক। তাই বাধ্য হয়েই বন দফতরের পক্ষ থেকে শিলিগুড়ি লাগোয়া ফারাবাড়ী নেপালি বস্তিতে হাজির হয় বনকর্মীরারা। শুক্রবার সকালে বৈকন্ঠপুর বনবিভাগের ডাবগ্রাম রেঞ্জের পক্ষ থেকে এই অভিযান করা হয়। বন দফতরের বিশাল বাহিনী নিয়ে তারা পৌঁছায় সেখানে। সঙ্গে ছিল পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ এমন 'প্রতিদ্বন্দ্বি বন্ধু' যেন সবার থাকে, মেসি-রোনাল্ডো প্রেমে আবেগে ভাসল ফুটবল বিশ্ব
এরপর ওই অবৈধ নির্মাণ দোতলা বাড়ি ভেঙে দেওয়া হয়। ঘটনস্থল থেকে বাড়ির মালিক ধন বাহাদুর ছেত্রীকে গ্রেফতার করা হয়েছে। বন দফতরের অভিযোগ জঙ্গলের মধ্যে এভাবে বাড়ি করা যায় না। তাই বাড়িটা আজ আর্থ মুভার লাগিয়ে ভেঙে দেওয়া হয়। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বন দফতরের পক্ষে জানানো হয়েছে এভাবে অবৈধ নির্মাণ করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তা ভেঙে দেওয়া হবে। এর পাশাপাশি আরও যে অবৈধ নির্মাণ আছে ভাঙা হবে। এদিন বন দফতরের পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরাও সেখানে উপস্থিত ছিল।
ANIRBAN ROY