উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সরকারি একটি অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। শুক্রবার জলপাইগুড়িতে রয়েছে এনবিএসটিসির একটি সরকারি অনুষ্ঠান। সে কারণেই আজ জলপাইগুড়ি সার্কিট হাউসে রাত কাটানোর কথা চেয়ারম্যানের। চিলাপাতা বনাঞ্চল থেকে মাদারিহাট হয়ে জলপাইগুড়ি সার্কিট হাউসে যাওয়ার সময় আচমকাই ঘটে যায় এই পথ দুর্ঘটনা।
advertisement
আরও পড়ুন: 'পাবলিক আমাকে জিতিয়েছে, আমি করব', বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের!
পুলিশ সূত্রে জানা গেছে, কনভয়ের সামনে চলে আসা বাইক ও পেছনের ধাক্কা মারা গাড়িটিকে আটক করেছে পুলিশ। আরো জানা গেছে কনভারের সামনে আচমকা দ্রুত গতিতে চলে এসেছিল বাইকটি। অত্যধিক গতি থাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারায়। বাইক চালককে বাঁচাতে তড়িঘড়ি ব্রেক করতে হয়েছিল কনভায়ের চালককে। কনভয়ের গাড়ি থমকে যেতেই পেছনে থাকা আরেকটি বোলেরো জোর গতিতে ধাক্কা মারে পার্থ প্রতিম রায়ের গাড়িতে। গাড়ির পেছনের অংশ দুমড়ে যায়। ভেঙে যায় গাড়ির কাঁচ। গাড়ির ভেতরে পার্থপ্রতিম রায় এক ঝটকায়ে সামনের দিকে এগিয়ে যান।
আরও পড়ুন: 'ডিসেম্বরে সবাই ভালোই থাকবেন', চন্দ্রিমার মন্তব্যে তুঙ্গে জল্পনা
সিটবেল্ট পরা থাকলেও বুকে চোট পেয়েছেন। ঘটনায় রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন পাথরপ্রতিম রায়ের গাড়িতে থাকা সকলে। তিনি নিজেও ফেসবুক পোস্ট করে দুর্ঘটনার কবলে পড়ার কথা জানিয়েছেন। তিনি লিখেছেন ভগবানের অশেষ কৃপায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে প্রাণে বেঁচেছেন। আপাতত মাদারী হাট থেকে রওনা হয়েছেন পার্থপ্রতিম রায়।