এদিন মানুষের কাছে ধর্মের জন্য নয়, কর্মের জন্য ভোট দেওয়ার আবেদন জানান অভিষেক৷ বলেন, ‘‘২০২১ সালে উন্নয়নের নামে ভোট দিয়েছেন, উন্নয়ন পেয়েছেন। ২০১৯ সালে ধর্মের নামে ভোট দিয়েছেন, রামমন্দির পেয়েছেন। ধর্মের নামে ভোট দিয়েছিলেন, বিস্তীর্ণ এলাকা দুষ্কৃতীদের মুক্তাঞ্চল করে দিয়েছে।’’ এরপরেই তাঁর মন্তব্য, ‘‘যে সমস্ত জন প্রতিনিধারা মানুষের পাশে থাকেন না, এই বিধায়ক-সাংসদদের বাড়ি ঘেরাও করুন। মানুষই পারে, মানুষের অধিকার ছিনিয়ে আনতে।’’
advertisement
এদিনের সভামঞ্চ থেকে সরাসরি বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে আক্রমণ করতেও ছাড়েননি অভিষেক৷ সাধারণ মানুষের উদ্দেশে এদিন তিনি প্রশ্ন তোলেন, ‘‘নিশীথ প্রামাণিককে আপনারা জিতিয়েছিলেন৷ আপনাদের ভোট নিয়ে৷ একটাও কোচবিহার নিয়ে পর্যালোচনা বৈঠক করেছে? একটা মিটিং দেখালে আমি, যাত্রা আর করব না৷ রাজনীতির আঙিনায় পা রাখব না৷’’
মঙ্গলবার সকাল থেকে কোচবিহারে জনসংযোগ যাত্রা শুরু করেছেন অভিষেক। তাঁর এই কর্মসূচির লক্ষ্য, জনমতের উপর নির্ভর করে পঞ্চায়েত ভোটের জন্য় তৃণমূলের প্রার্থী বাছাই করা। সেই কর্মসূচির অংশ স্বরূপ সাহেবগঞ্জ ও সিতাইয়ে দু’টি সভা করেন তিনি। তারপরে সভা করেন মাথাভাঙায়৷ বুধবার কোচবিহার দক্ষিণে ছিল অভিষেকের সভা৷