TRENDING:

Abdul Karim Chowdhury: 'লিস্ট মানতেই হবে, নাহলে...', মমতাকেই হুঁশিয়ারি বিদ্রোহী করিমের!ব্যবস্থা নেবে তৃণমূল?

Last Updated:

তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বার বারই জানিয়ে দিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকা দলের পক্ষ থেকেই ঠিক করে দেওয়া হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মোক্তার সরকার, রায়গঞ্জ: ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করেই সুর চড়ালেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী৷ দলের শীর্ষ নেতৃত্বের অস্বস্তি বাড়িয়ে বিদ্রোহী এই তৃণমূল বিধায়ক হুঁশিয়ারি দিলেন, পঞ্চায়েত নির্বাচনের জন্য তিনি যে প্রার্থী তালিকা পাঠাবেন, দলনেত্রীকে তা অনুমোদন করতে হবে৷ তা না হলে সেই প্রার্থীদেরই তিনি নির্দল হিসেবে দাঁড় করাবেন৷
মমতাকেই হুঁশিয়ারি করিম চৌধুরীর৷
মমতাকেই হুঁশিয়ারি করিম চৌধুরীর৷
advertisement

তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বার বারই জানিয়ে দিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকা দলের পক্ষ থেকেই ঠিক করে দেওয়া হবে৷ খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এই বার্তা দিয়েছেন৷ কিন্তু সেই বার্তাকে যে তিনি গুরুত্বই দিচ্ছেন না, তা বুঝিয়ে দিয়েছেন ইসলামপুরের বিধায়ক৷

আরও পড়ুন: 'পাগলের মতো কী বকেছে!'উদয়নের বক্তব্য খারিজ ফিরহাদের, সতীর্থকে কটাক্ষ পুরমন্ত্রীর

advertisement

করিম চৌধুরী এ দিন বলেন, 'আমার ফাইনাল করা লিস্ট পাঠিয়ে দেব৷ সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুমোদন করতে হবে৷ টো টো অনুমোদন করতে হবে৷ যা নাম দেব সবাইকে প্রার্থী করতে হবে৷ তা না হলে ওরাই নির্দল হয়ে দাঁড়াবে৷ আমি কোনও ধান্দাবাজকে প্রার্থী করব না৷ যাঁরা কাজ করবে, তাঁদেরকেই প্রার্থী করব৷'

আরও পড়ুন: শুভেন্দু গড়েও এবার হিট সাগরদিঘি মডেল! শুধু তৃণমূল নয়, মুখ পুড়ল গেরুয়া শিবিরেরও

advertisement

করিম চৌধুরীর সঙ্গে তৃণমূল নেতৃত্বের দূরত্ব অনেক দিন ধরেই বাড়ছে৷ এর সূত্রপাত করিম চৌধুরীর সঙ্গে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের সংঘাত থেকে৷ সম্প্রতি ইসলামপুরে করিম চৌধুরী ঘনিষ্ঠ এক তৃণমূল কর্মীর খুনের ঘটনা নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই সরব হন করিম চৌধুরী৷ রীতিমতো তোপ দেগে বলেন, মুখ্যমন্ত্রীর উচিত সবাইকে সমান ভাবে দেখা৷

ইসলামপুরের বিধায়কের এই মনোভাব একেবারেই ভাল ভাবে নেয়নি দল৷ সম্প্রতি কালীঘাটে হওয়া দলীয় বৈঠকেও যোগ দেননি করিম চৌধুরী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামের মেয়ে রজনী বাউরি, বাঁকা কথা উড়িয়েছেন ড্রিবল করে,পায়ে বল স্বপ্ন দেশের হয়ে খেলার
আরও দেখুন

করিম চৌধুরীর বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ করা হয়নি তৃণমূলের পক্ষ থেকে৷ জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, জেলার ভারপ্রাপ্ত মন্ত্রী সাবিনা ইয়াসমিনের মাধ্যমে গোটা ঘটনা দলের শীর্ষ নেতৃত্বকে জানাবেন৷

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Abdul Karim Chowdhury: 'লিস্ট মানতেই হবে, নাহলে...', মমতাকেই হুঁশিয়ারি বিদ্রোহী করিমের!ব্যবস্থা নেবে তৃণমূল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল