TRENDING:

Malda News: 'ছেলেধরা' সন্দেহে যুবককে গণপিটুনি, তারপর যা হল...! শুনলে শিউরে উঠবেন

Last Updated:

Malda News: ছেলেধরা সন্দেহে বহিরাগত যুবককে গণপিটুনি। ঘটনায় উত্তপ্ত মালদহের মানিকচক। উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি উত্তেজিত জনতার। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ পুলিশের।ঘটনায় গ্রেফতার আট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: ছেলেধরা সন্দেহে বহিরাগত যুবককে গণপিটুনি। ঘটনায় উত্তপ্ত মালদহের মানিকচক। উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি উত্তেজিত জনতার। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ পুলিশের। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আটজনকে। মালদহের মানিকচকের মথুরাপুরের ঘটনা।
advertisement

এক যুবককে গণপিটুনির অভিযোগ উঠল মালদহের মানিকচকের মথুরাপুর গোয়ালপাড়া এলাকায়। জানাগিয়েছে, ছেলেধরা সন্দেহে এক যুবককে ধরে গোয়ালপাড়া এলাকার মানুষজন। এরপর উত্তেজিত জনতা বেধড়ক মারধর করে। প্রথমে স্থানীয় কয়েকজন সিভিক ভলান্টিয়ার ও পুলিশ উদ্ধার করতে গেলে জনতার সঙ্গে ধস্তাধস্তি বাঁধে। পরে মানিকচক থানার আইসি পার্থসারথি হালদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছয়। জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি উচিয়ে তাড়া করে পুলিশ। বেশ কয়েকজনকে লাঠিপেটা করা হয়। ঘটনাস্থলে আটক করা হয় গণপিটুনিতে অভিযুক্ত কয়েকজনকে।

advertisement

আরও পড়ুন-       মহাশিবরাত্রিতে বিরল কাকতালীয় যোগ! সর্বার্থ সিদ্ধি যোগে প্রসন্ন করুন শিবকে, রাতারাতি ‘ধনী’ হওয়া কেউ আটকাতে পারবে না…!

আরও পড়ুন-      মাত্র ১৯-এ অকালে সব শেষ, লাস্ট পোস্টে কী লিখেছিলেন আমিরের অনস্ক্রিন কন্যা, ভাইরাল হতেই চোখে জল ভক্তদের

পুলিশ সূত্রে জানাগিয়েছে, আহত যুবকের নাম কৃষ্ণ মন্ডল। বাড়ি মালদা থানার মুচিয়া এলাকায়। এলাকায় আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে সন্দেহজনকভাবে ধরে ফেলে মারধর করা হয় তাঁকে। মারধরে গুরুতর জখম হন ওই ব্যক্তি। শেষপর্যন্ত আহতকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে পাঠায় পুলিশ। দিনকয়েক আগে মালদহ শহরের উত্তর বালুরচর এলাকার এক নাবালিকা স্কুলছাত্রীকে অপহরণ করে খুনের ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই আতঙ্ক ছড়ায় বিভিন্ন এলাকায়। এরপর থেকেই মাঝেমধ্যেই ছেলেধরা গুজব এবং অচেনা অজানা বহিরাগতদের সন্দেহের বশে মারধর ও গণপিটুনির ঘটনা ঘটেছে মালদা শহর এবং জেলার বিভিন্ন এলাকায়।

advertisement

পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই এনিয়ে সচেতনতার প্রচার শুরু করা হয়েছে।তবে মথুরাপুরে গণপিটুনির এই ঘটনার জেরে মামলা রুজু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত আটজনকে গ্রেফতার করে আজ তোলা হয় মালদা জেলা আদালতে। ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে বাকিদেরও চিহ্নিত করে আইনানুগ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আক্রান্ত ব্যক্তির সঙ্গে কথা বলে তদন্তে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: 'ছেলেধরা' সন্দেহে যুবককে গণপিটুনি, তারপর যা হল...! শুনলে শিউরে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল