এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। বালুরঘাট শহরের ৯ নম্বর ওয়ার্ডের ঘটনা। ওই এলাকার বাসিন্দা স্বাগতা ভাদুড়ী ও কার্তিক দত্তের বাড়িতে জল জীবন মিশন প্রকল্পের পানীয় জল প্রকল্পের পাইপ থেকে পোকা বেরোতে দেখেন।
জানা যায়, এদিন বাড়িতে একটি পাত্রের মধ্যে যখন জল নেওয়া হচ্ছিল, ঠিক সেই সময় এই বিষয়টি তাঁর নজরে আসে। দেখেন ছোট ছোট লাল রংয়ের কেঁচো টাইপের পোকা। নজরে আসতেই তিনি সেই জলের ছবি তুলে রাখেন, এবং আশপাশের প্রতিবেশীদের সাবধান করেন পানীয় জল হিসেবে পান না করতে।
advertisement
আরও পড়ুন- IPL 2025-র প্রথম হ্যাটট্রিক, চমৎকার চাহাল, এদিকে প্রেমও কি চুটিয়ে চলছে, সেটাও বোঝা গেল
এই বিষয়ে পুরসভার জলের দায়িত্বে থাকা এম সি আই সি বা মেয়র পারিষদ অনোজ সরকার বলেছেন, তাঁর কাছে কোনও লিখিত অভিযোগ বা মৌখিক অভিযোগ কেউ করেনি। বিষয়টি তাঁর জানা নেই। কোনও অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বালুরঘাট পুরসভার ২২ টি ওয়ার্ডে পুরসভার বাড়ি বাড়ি জল সরবরাহ করা হয়। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে পুরসভার এই জলকেই পানীয় জল হিসেবে ব্যবহার করেন। শিশু থেকে বৃদ্ধ, সকলেই এই জলকেই পানীয় জল থেকে শুরু করে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকেন। জলে পোকা আসায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা।
ওই ওয়ার্ডের বাসিন্দা কার্তিক দত্ত তিনিও আজ সকালে যখন জল ধরে রাখতে শুরু করেন তখন জলের পাত্রের মধ্যে পোকা দেখতে পান। প্রথমে ভেবেছিলেন চোখে ভুল দেখছেন বা পাত্রের মধ্যে হয়তো কিছু ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভুল ভাঙে। অন্যদিকে, স্বাগতা ভাদুড়ীর বাড়িতে যখন জল আসে তখনও পোকা বেরিয়েছে বলে দাবি তাঁর। এরপরেই পুরসভাতে জানালে কর্মীরা গিয়ে মূল পাইপলাইন থেকে বাড়ির কানেকশন খুলে দিয়ে এসেছে। তবে পানীয় জল প্রকল্পের পাইপ থেকে এমনভাবে পোকা বেরোতে থাকায় ব্যাপক আতঙ্কিত বাসিন্দারা।
সুস্মিতা গোস্বামী