পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালবেলায় রোজকারের মত নিজের জমিতে ধান রোপনের কাজে গিয়েছিলেন কমলবাবু। সেইসময় হঠাৎই শুরু হয় ঝড়-বৃষ্টি। এরপরেই জমি থেকে উঠে বাড়ির দিকে রওনা দিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: শান্তিপুর ষ্টেশনের নাম পরিবর্তনের আর্জি রেলমন্ত্রীকে, কী হতে পারে নতুন নাম? জেনে নিন
সেই সময় আচমকাই বাজ পড়ে সোজা ওই ব্যক্তির উপর। মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সেইসময় জমি থেকে দূরে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন গ্রামবাসীর নজরে এলে তাঁরা ছুটে যান ওই ব্যক্তিকে তুলতে। এরপরেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় কুমারগঞ্জ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে পৌঁছতেই কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
এবিষয়ে মৃত কৃষকের দাদা বাবলু সরকার জানান, “জমিতে ধান রোপন করছিল ভাই। আচমকাই বাজ পড়ে ঘটনাস্থলেই ওর মৃত্যু হয়। পরিবারের একমাত্র রোজগেরে ছিল সে।”
এরপরেই মৃত ব্যক্তি কমল সরকারের দেহ পাঠানো হয় বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য। এদিকে এই আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়ে কুমারগঞ্জের ভগবতীপুর গ্রাম।