গতকাল রাতে এই অমানবিক দৃশ্য লক্ষ্য করা গেল দমনপুর থেকে রাজাভাতখাওয়া গামী সড়কে। রাস্তা পারাপর হচ্ছিল এক অজগর। কিন্তু কিছু ব্যক্তি অজগরের লেজ ধরে টানছিল অকারণ। যতবার অজগরটি রাস্তা পাড় হতে চাইছিল ততবার ঘটছিল এই ঘটনা।এই রাস্তা দিয়ে সেই সময় ফিরছিলেন পরিবেশ প্রেমী বিশ্বজিৎ সাহা।
আরও পড়ুন: তোর্সা নদীর পাশে প্রাচীন মন্দিরে বাসন্তী পুজোয় ভক্ত সমাগম, আলোর রোশনাইয়ে ভাসছে মেলা
advertisement
তিনি এই দৃশ্যটি মোবাইল ক্যামেরায় ভিডিও তুলে পাঠান বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডিএফডি-কে। অভিযোগ জানান ব্যক্তিদের বিরুদ্ধে। তিনি সেখানেই ঘটনার প্রতিবাদ জানান। তারপর ওই ব্যক্তিরা অজগরটি ছেড়ে দেয়। বন দফতরের পক্ষ থেকে যেখানে বার্তা দেওয়া হয় বন্যপ্রাণ সংরক্ষণের। সেখানে বিপন্ন বন্যপ্রাণ।কবে সজাগ হবে মানুষ? প্রশ্ন তুলছেন পরিবেশপ্রেমীরা।
আরও পড়ুন: জলদাপাড়ায় বেড়াতে এসে বাড়িতে নিয়ে যেতে চান গন্ডার-হাতি? তাহলে আসুন কিরণের বাড়িতে
পরিবেশপ্রেমী বিশ্বজিৎ সাহা জানান, “পরিবেশ সংরক্ষণ প্রয়োজন। এভাবে জীবজন্তুদের হেনস্থা করা মানুষের স্বভাব হওয়া উচিত না। প্রাণীটি কারও কিছু ক্ষতি করেনি, আপনমনে চলছিল। তারপর তাকে হেনস্থার শিকার হতে হল। বন দফতরের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
Annanya Dey